আজ বঙ্গপুত্র নোবেল জয়ী অমর্ত্য সেনের জন্মদিন, জেনে নিন তার জীবনীর কিছু অজানা কথা
যুগে যুগে বাঙালিরা বারবার পুরস্কৃত হয়েছেন তাদের সংস্কৃতির জন্য। বঙ্গপুত্র অমর্ত্য সেন নোবেল পেয়েছিলেন অর্থনীতিতে। আজ তার জন্মদিন। চলুন জেনে নিই তার সম্পর্কে দু এক কথা।
অমর্ত্য সেনের জন্ম হয় শান্তিনিকেতনে মাতামহ ক্ষিতিমোহন সেন এর পর্ণকুটিরে। আদি নিবাস বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার মানিকগঞ্জে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাম রেখেছিলেন অমর্ত্য। যার অর্থ অমর অবিনশ্বর। সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মাতামহ আচার্য ক্ষিতিমোহন সেন ছিলেন প্রাচীন ভারতীয় সাহিত্যের একজন পন্ডিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী অধ্যাপক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ক্ষিতিমোহন সেন এর তিন ভাতুষ্পুত্র মধ্যে সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। অমিয় সেন একজন প্রসিদ্ধ ডাক্তার এবং ব্যারিস্টারঅশোক কুমার সেন সাংসদ ছিলেন, ভারতের কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রণালয় একজন সাবেক ক্যাবিনেট মন্ত্রী।
অমর্ত্য সেনের বাবা অধ্যাপক আশুতোষ সেন এবং মা অমিতা সেন। দুজনে ঢাকার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। আশুতোষ সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
তিনি 102 টি সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। 1981 সালে আমেরিকান অ্যাক্যাডেমি অফ আর্টস অন্ড সাইন্স এর একজন বিদেশি সম্মানিত সদস্য নির্বাচিত হন। 2000 সালে তিনি হার্ভাড বিশ্ববিদ্যালয় 351 তম প্রারম্ভিক বক্তা ছিলেন । 2004 সালে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান।
তার প্রকাশিত গ্রন্থ গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থনীতিতে অসমতা, দারিদ্র ও দুর্ভিক্ষ, আগ্রহ উন্নয়ন ও পরিমাপ, নীতিশাস্ত্র ও অর্থনীতি। 1960 সালে তিনি বিখ্যাত বাঙালি কবি লেখিকা শিক্ষাবিদ এবং 2000 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিতা নবনীতা দেব সেন কে বিবাহ করেন। তাদের দুই কন্যা জ্যেষ্ঠা অন্তরা সাংবাদিক ও সম্পাদক এবং কনিষ্ঠা নন্দনা অভিনেত্রী ও সমাজকর্মী।
Writter – শ্রেয়া চ্যাটার্জি