হেমন্তের হিমেল হাওয়ার পাশাপাশি প্রথম দিকে শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। কিন্তু যত সময় পেরিয়েছে তত শীত বাবাজি আসি আসি করেও আসেনি। তারপর ঘন কুয়াশার দাপট কার্যত উত্তরে হাওয়াকে বাধাপ্রাপ্ত করেছে। বর্তমানে কুয়াশা কেটে গিয়েছে এমন তো বলাই যায়। সকালের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আর থাকে না। রোদের দেখা মিলেছে, সঙ্গে উত্তরে হাওয়ার দাপট শুরু হয়ে গিয়েছে। বড়দিনের আগে সুখবর এসেছে রাজ্যবাসীর কাছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। আজ, সোমবার মরশুমের শীতলতম দিন। রাজ্যের ছয় জেলায় ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, এক ধাক্কায় কলকাতায় ৪ ডিগ্রি তাপমাত্রা নেমেছে। আজ শহরের তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের ছয় জেলায় সর্তকতা জারি করা হয়েছে। আগামিকাল, মঙ্গলবার পর্যন্ত এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বুধবার থেকে তাপমাত্রা একটু বাড়লেও তা ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলেই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। সব মিলিয়ে বড়দিনের আনন্দ জাঁকিয়ে শীতের মধ্যেই উপভোগ করবে রাজ্য, এমনটা বলাই বাহুল্য।
গতকাল, রবিবার থেকেই জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। শুরু হয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। শুধু এ রাজ্যে নয়, এর পাশাপাশি প্রতিবেশী রাজ্য বিহারেও চলছে শৈতপ্রবাহ। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাতেও শৈতপ্রবাহ জারি রয়েছে। সব মিলিয়ে কনকনে ঠাণ্ডায় কাঁপছে দেশের বিভিন্ন রাজ্য।