আইনি বিয়ের পর আজ ইমনের আনুষ্ঠানিক বিয়ে, একই দিনে হবে রিসেপশনও, দেখুন, সেই ছবি

হাওড়া: রবিবার (Sunday) নীলাঞ্জন ঘোষের (Nilanjan Ghosh) সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakrabarty)। আর আজ, মঙ্গলবার (Tuesday) আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের বিখ্যাত এই…

Avatar

হাওড়া: রবিবার (Sunday) নীলাঞ্জন ঘোষের (Nilanjan Ghosh) সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakrabarty)। আর আজ, মঙ্গলবার (Tuesday) আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের বিখ্যাত এই গায়িকা। যদিও সারেগামাপা (SaReGaMaPa) খ্যাত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের (Sovon Ganguly) সঙ্গে ইমনের সম্পর্কের রসায়নের খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু তা পরবর্তীকালে পরিণতি পায়নি। শোভন-ইমনে সম্পর্ক ভাঙনের বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর নীলাঞ্জনের সঙ্গে সম্পর্কে জড়ান গায়িকা। গত বছর অক্টোবরে (October) করোনা (Coronavirus) পরিস্থিতির মধ্যেই এনগেজমেন্ট সেরে ফেলেন নীলাঞ্জন-ইমন। আর রবিবার গায়িকার লেক গার্ডেন্সের (Lake Gardens) বাড়িতে হয়ে যায় আইনি বিয়ে। সেখানে উপস্থিত ছিলেন দুজনের পরিবারের ঘনিষ্ঠ লোকজন। আর আজ বালিতে (Bally) আনুষ্ঠানিক বিয়ের আসর বসেছে। আজকেই হবে রিসেপশনও (Reception)।

আইনি বিয়ের পর আজ ইমনের আনুষ্ঠানিক বিয়ে, একই দিনে হবে রিসেপশনও, দেখুন, সেই ছবি

আইনি বিয়ের পর আজ ইমনের আনুষ্ঠানিক বিয়ে, একই দিনে হবে রিসেপশনও, দেখুন, সেই ছবি

https://www.instagram.com/p/CKtKhTWAs7i/?igshid=1ob664b32krv6

তাই সকাল থেকেই সাজো সাজো রব ইমনের চারপাশে। ইতিমধ্যেই নতুন কনের হাতে মেহেন্দি উঠে গিয়েছে। হয়ে গিয়েছে গায়ে হলুদ পর্বও। ইমন-নীলাঞ্জনের বিয়ে নিয়ে ইমনের অনুরাগীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। তাই অনুরাগীদের নিরাশ না করে প্রত্যেকটা আনুষ্ঠানিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন গায়িকা। ইতিমধ্যেই ইমনের মেহেন্দির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এবার ইমন পোস্ট করেছেন নিজের গায়ে হলুদের মুহূর্ত।

https://www.instagram.com/p/CKwjRmhg0y3/?igshid=om8nant993fo

যেখানে ‘প্রাক্তন’ খ্যাত গায়িকার পরনে ছিল সাদা কেরালা কটন ও মানানসই হলুদ ব্লাউজ। হবু স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে নীলাঞ্জনও সাদা-হলুদ রঙের পাঞ্জাবিতে সেজে ওঠেন। বিখ্যাত ডিজাইনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা বেনারসিতে সেজে উঠবেন ইমন। সঙ্গে থাকবে সোনার গয়না। নীলাঞ্জনাও একই ডিজাইনারের পোশাক পরবেন। মালাবদল, সিঁদুরদান পর্বের পর বিয়ে শেষে আজকেই রিসেপশন পার্টি হবে ইমন-নীলাঞ্জনের। যেখানে পরিবারের লোকজনের পাশাপাশি থাকবে টলিউডের বিভিন্ন সেলিব্রেটিরা।

আইনি বিয়ের পর আজ ইমনের আনুষ্ঠানিক বিয়ে, একই দিনে হবে রিসেপশনও, দেখুন, সেই ছবি

https://www.facebook.com/ImanChakrabortyProduction/videos/1119958041778395/