আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৬তম জন্মদিন, টুইট করে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আজ, মঙ্গলবার (Tursday) টলিউডের (Tolywood) বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) ৮৬তম জন্মদিন (Birthday)। কিন্তু আজ নেই সকলের ভালোবাসার, শ্রদ্ধার 'অপু'। করোনায় (Coronavirus) আক্রান্ত হওয়া এবং তারপর বিভিন্ন বার্ধক্যজনিত…

Avatar

কলকাতা: আজ, মঙ্গলবার (Tursday) টলিউডের (Tolywood) বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) ৮৬তম জন্মদিন (Birthday)। কিন্তু আজ নেই সকলের ভালোবাসার, শ্রদ্ধার ‘অপু’। করোনায় (Coronavirus) আক্রান্ত হওয়া এবং তারপর বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা নিয়ে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর শেষে সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর হাসপাতাল থেকে ফেরা হয়নি টলিউডের বর্ষীয়ান অভিনেতার। আর আজ তাঁর জন্মদিনে শোকোস্তব্ধ গোটা টলিপাড়া। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনের টুইট (Tweet) করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি টুইট করে লিখেছেন, ‘সৌমিত্রদাকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই। তিনি একজন কিংবদন্তি, যিনি সব সময়ে তাঁর কর্মক্ষেত্রে স্বকীয়তার ছাপ রেখে গিয়েছেন। আমরা তাঁর উজ্জ্বল উপস্থিতির অভাব অনুভব করি। সম্প্রতি আমার সৌভাগ্য হয়েছিল সৌমিত্রদার আঁকা ছবি, সিনেমার পোস্টার এবং তাঁর ডিজাইন করা কস্টিউমের প্রদর্শনীর উদ্বোধন করার। তার পরিবারের মানুষদের ভালোবাসায় এবং উষ্ণতায় আমি অভিভূত।’ মুখ্যমন্ত্রীর করা এই টুইট মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছাড়া। তাই অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে শুরু করে বিভিন্ন প্রদর্শনীতে শুধুমাত্র তাঁকেই স্মরণ করা হচ্ছে। আর তার মধ্যে আজকের সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই জন্মদিন আরও একটু বেশি করে মর্মস্পর্শী করে তুলল সকলকে, এমনটা বলাই যায়।

About Author