আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে টিকাকরণ, সকলকে দেওয়ার পরেই ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা: আজ, বৃহস্পতিবার (Thursday) সকাল ৯টা থেকে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) পাঁচটি হাসপাতালে করোনা টিকা (Corona Vaccine) দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল এই ৫ হাসপাতালে টিকাদান (Vaccinatiom) চলছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার রাজধানীর হাসপাতালগুলিতে সব মিলিয়ে পাঁচশ জনকে করোনার ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরই এখন টিকাদান চলছে। দেশের প্রথম মন্ত্রী হিসাবে বৃহস্পতিবার টিকা নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকাল পৌনে দশটায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে টিকা নেন তিনি। মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকবলেন, “সাধারণ মানুষ জিজ্ঞেস করছেন, মন্ত্রী, সংসদ সদস্যরা কেন টিকাটি নিচ্ছেন না, এ কারণেই আজ টিকা নিতে এসেছি।”
জানা গেছে, বিএসএমএমইউতে ২০০ জন, ঢামেকে ১০০ জন, মুগদা হাসপাতালে ১০০ জনের মতো, আর কুর্মিটোলা ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল মিলে আরও ১০০ জনকে এদিন টিকা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার যারা টিকা নিচ্ছেন সবাইকে আগামী সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর আগামী ৭ জানুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে, এমনটাই জানিয়েছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে, বুধবার বিকেল সাড়ে ৩টে নাগাদ গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা উদ্বোধন ঘোষণা করার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে বাংলাদেশের ইতিহাসে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।
দেশব্যাপী ২০টি সেক্টরের প্রায় এক কোটি ৬৭ লাখ মানুষ অগ্রাধিকারের ভিত্তিতে করোনার ভ্যাকসিন পাবেন বলে সংসদীয় অধিবেশনে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দেশের প্রথম পাঁচজনের টিকা দেওয়া দেখেন হাসিনা। তিনি জানিয়েছেন সবাইকে দিয়েই টিকা নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথায়, ‘আগে নিলে বলবে, আগে নিলো কাউকে দিলো না; সবাইকে দিয়ে নেই, তারপর নেবো।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০ লক্ষ ডোজ করোনা ভ্যাকসিন উপহার পাঠানোর জন্য ফের একবার ভারতের কাছে ধন্যবাদ জানান।