শ্রেয়া চ্যাটার্জি – প্রতি সোমবার, নিয়ম মেনে করুন শিবের পুজো। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্র মতে, তিনি পরম সত্তা রূপে ঘোষিত। সংস্কৃত ভাষায়, শিব অর্থে শুভ, দয়ালু, মহত। ভারত, নেপাল, শ্রীলংকায় বসবাসকারী সকল হিন্দুরাই শিবের পূজো করেন। মহেঞ্জোদারোর খননকার্যের ফলে একটি সীলমোহর আবিষ্কৃত হয়েছিল। যার ওপরে খোদিত ছিল ‘আদি শিবের’ মূর্তি। হিন্দুধর্মের প্রাচীনগ্রন্থ ঋকবেদে ‘রুদ্র’ নামে এক দেবতার উল্লেখ পাওয়া যায়। ধ্যানমগ্ন শিবকে সাধারণত হিন্দু মতে, শিবের প্রতীক হিসাবে শিবলিঙ্গকে পুজো করা হয়। শিবকে ১০৮ নামে ডাকা হয়। মহাদেব, শিব, শম্ভু, পশুপতি, নীলকন্ঠ, চিন্তামণি, মহেশ্বর ইত্যাদি।
সোমবার সকাল বেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ কাপড় পড়ে শিব ঠাকুরের ছবি বা মূর্তি তে ভালো করে গঙ্গাজল ছিটাতে হবে। তারপরে ষষ্টাঙ্গে প্রণাম করে একমনে শিব ঠাকুরের নাম জপ করতে হবে। ধূপকাঠি জ্বালিয়ে শিব ঠাকুরের মূর্তি বা ফটো চারিদিকে নবার চক্কর কাটটে হবে। শিবের মূর্তি বা ছবির সামনে ন টি বেলপাতা রেখে, ‘ওম শিবায় নমঃ’ মন্ত্রটি পাঠ করতে হবে। তারপরে দুধ দিয়ে শিবলিঙ্গ কে স্নান করাতে হবে।
জেনেনিন শিবের প্রনাম মন্ত্র
“ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে।
নিবেদয়ামি চাত্মানং ত্বং পরমেশ্বরন।।”