Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সিরিজের প্রথম ম্যাচ, আজ ব্যাট হাতে মাঠে নামবেন সচিন তেন্ডুলকর

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিপক্ষে সাত বছর পর ব্যাট হাতে নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে নামছেন সচিন তেন্ডুলকর। আজ শনিবার এই সিরিজের প্রথম ম্যাচে সচিনের…

Avatar

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিপক্ষে সাত বছর পর ব্যাট হাতে নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে নামছেন সচিন তেন্ডুলকর। আজ শনিবার এই সিরিজের প্রথম ম্যাচে সচিনের টিমের মুখোমুখি লারার টিম। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় বুশফায়ার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয় মহিলা ক্রিকেটার এলিস পেরির আহ্বানে ব্যাট হাতে নেমেছিলেন মাঠে।

ব্যাট হাতে মাঠে সেই পুরানো কভার ড্রাইভ, লেগ গ্ল্যান্স সবই দেখা গিয়েছিল। সেদিন মাত্র এক ওভার ব্যাট করেছিলেন তিনি। কিন্তু আজ তাঁকে ব্যাট হাতে পুরো একটা ম্যাচে দেখার সৌভাগ্য হতে চলেছে ক্রিকেট প্রেমীদের কাছে। ভারত লেজেন্ডস টিমের অধিনায়ক যেমন সচিন তেমনই ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস দলের অধিনায়ক ব্রায়ান লারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ফাইনাল‌ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, ভারতীয় মহিলাদের বিশেষ বার্তা পাঠালেন শচীন তেন্ডুলকর

অবশ্য শুধু সচিন বা লারাই নয় দুই দলের হয়ে আরও অনেক কিংবদন্তি ক্রিকেটাররা খেলবেন। ভারতের হয়ে সচিন ছাড়াও বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, মুনাফ প্যাটেল, জাহির খানের মতো বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবেন। ওদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে লারা ছাড়াও, কার্ল হুপার, শিবনারায়ণ চন্দ্রপল, রামনরেশ সারওয়ানের মতো ক্রিকেটাররা খেলবেন। পাঁচ দলের এই সিরিজে আজ হবে প্রথম ম্যাচ।

About Author