কলকাতাক্রিকেটখেলানিউজ

যে কোনও সময় হাসপাতাল থেকে বাড়ির দিকে রওনা দিতে পারেন সৌরভ

Advertisement

কলকাতা: আজ, বৃহস্পতিবার (Thursday) হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গত শনিবার (Saturday) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শহরের উডল্যান্ড হাসপাতালে (Woodland Hospital) ভর্তি হয়েছিলেন। গতকালই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে সৌরভের ইচ্ছায় তাঁকে আরও একটা দিন হাসপাতালে রাখা হয়। তবে আজ মহারাজ বাড়ি ফিরতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

গতকালই ছেড়ে দেওয়ার কথা ছিল সৌরভকে। কিন্তু বেড়ে গেল অপেক্ষার প্রহর। আরও একটা দিন হাসপাতালে থাকতে হল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভ নিজের ইচ্ছেতেই হাসপাতালে থাকতে চেয়েছেন। কিন্তু, কেন এমন ইচ্ছা হল সৌরভের? যেখানে ডিসচার্জ সার্টিফিকেট পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল, সেখানে হঠাৎ করে কেন বেঁকে বসলেন মহারাজ?

সূত্র মারফৎ জানা গেছে, সৌরভের কোলেস্টেরল কিছুটা উপরের দিকে ছিল। সঙ্গে গোদের উপর বিষফোঁড়া থাইরয়েড। সেটাও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশিই রয়েছে। তবে শরীরের বাকি সমস্ত প্যারামিটারই স্বাভাবিক রয়েছে। সেরকারণেই সৌরভ চাইছেন আরও একটা দিন যাতে হাসপাতালে বিশ্রাম নেওয়া যায়।

Related Articles

Back to top button