আজ শনিবার, ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে কি কি আর্থিক সংস্কারমূলক পদক্ষেপের কথা ঘোষণা করলেন একনজরে একবার দেখে নিন।
১) রেমিশন অফ ডিউটিস অর ট্যাক্সেস অন এক্সপোর্ট প্রোডাক্ট প্রকল্পের রপ্তানিতে উৎসাহ দিতে ৫০ হাজার কোটি খরচ।
২) আয়কর রিটার্নের জন্য নয়া সম্পূর্ণ প্রযুক্তি- নির্ভর অ্যাসেসমেন্ট ব্যাবস্থা হয়েছে।
৩) আবাসন শিল্পে জোর দিতে ১০ হাজার কোটির বিনিয়োগ করবে কেন্দ্রীয় সরকার।
৪) হাউজিং ফান্ডে বিনিয়োগ করবে LIC, NIIF ও।
৫) জিএসটির ইনপুট ট্যাক্স ক্রেডিট রিফান্ডের জন্য মাস -শেষেই সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যাবস্থা করা হবে।
৬) অবাধ বাণিজ্য চুক্তি বাস্তবায়ন মিশনের মাধ্যমে ব্যবসায়ীদের পণ্য রপ্তানিতে সাহায্য করা হবে।
৭) পরবর্তী ত্রৈমাসিক রিপোর্টে আর্থিক বৃদ্ধি বাড়বে।
৮) ব্যাংক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানকে মূলধন জোগানে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।