কলকাতানিউজ

করোনা আতঙ্কের মাঝে রাজ্যের আবহাওয়া নিয়ে বড়সড় খবর, জানুন কী জানাল হাওয়া অফিস

Advertisement

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবার থেকেই আকাশ থাকবে রোদ ঝলমলে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এখন মার্চ মাসের শেষের দিক এবং চৈত্র মাসের মাঝামাঝি তবুও গরম সেভাবে অনুভূত হচ্ছে না। অন্যান্য বছর এই সময় তাপমাত্রা বেশি থাকে। ঝড়বৃষ্টি হলেও গরম অনুভূত হয়।  এইবছর সেভাবে এখনও পর্যন্ত গরম টের পাইনি আমজনতা।

শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভালো ঝড়-বৃষ্টি হয়েছে। কোথাও শিল পড়েছে। রবিবার ও হালকা বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে। তবে সপ্তাহের শুরু থেকেই আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা বাড়বে বলে দিনের বেলা গরম ও বেশি পড়বে। এতদিন দিনে হালকা গরম লাগলেও রাতে ঠান্ডা অনুভূত হয়েছে। পাখা না চালিয়েও দিব্যি চলে যাচ্ছিলো। তবে এবার পাখা চালাতেই হবে।

আরও পড়ুন : আজ সোমবার, একনজরে দেখুন পেট্রোল, ডিজেল, সোনা, রুপো এবং রান্নার গ্যাসের দাম

হাওয়া অফিস জানিয়েছে যে সোমবার রাট থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই খামখেয়ালী আবহাওয়ার জন্য এই সপ্তাহের মাঝামাঝি তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্বু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে। এরফলে পশ্চিমবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তরভারতের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও থাকবে।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতার পরিমান থাকবে ৭৬ শতাংশের কাছাকাছি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতার পরিমান ৩৯-৮৯ শতাংশের মধ্যেই ছিল। আজ থেকেই তাপমাত্রা বাড়বে।

Related Articles

Back to top button