Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তৃণমূলের হয়ে জয়ী বাবা, জয়ের পর দিলীপ ঘোষকে একহাত নিলেন অভিনেত্রী দেবলীনা কুমার

Updated :  Monday, May 3, 2021 12:00 PM

একুশে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গতকাল ২ মে সেই বিধানসভা নির্বাচনের ভোটগণনা হয়েছে। সকাল থেকে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলেও কার্যত দুপুরের পর মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির। বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে তারা বাংলার মেয়েকেই চায়। ২০০ এর বেশি আসনে এগিয়ে রয়েছে মমতার ঘাসফুল শিবির। অন্যদিকে দুই অঙ্কের গণ্ডি স্পর্শ করতে পারেনি মোদি শাহের গেরুয়া শিবির। ফলের পর মুখ বন্ধ হয়ে গেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার বহুমাত্রায় তার নিজ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। তার মেয়ে অর্থাৎ টলি তারকা দেবলীনা কুমার গর্বের সাথে সোশ্যাল মিডিয়াতে এই ছবি পোস্ট করেন। ছবিতে দেখা গিয়েছে দেবাশীষ কুমার সবুজ আবির রঞ্জিত হয়ে বাড়িতেই তাঁর জয় উপভোগ করছেন। এছাড়াও অন্য একটি ছবিতে দেবলীনাকে মমতার সাথে প্রচার করতে দেখা গিয়েছে। আসলে গত ১ এপ্রিল মমতার সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন এবং গতকাল ৫ এপ্রিল তাকে তার পিতা দেবাশীষ কুমারের ছায়া সঙ্গী হিসেবে দেখা গেছিল। সে তখন বাড়ি বাড়ি গিয়ে বাবা এর হয়ে প্রচার করেছিল এবং পদযাত্রায় হেঁটেছিল। গতকাল তার ফল পেল।

এই জয়ের পর দেবলীনা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পুরনো কথা তুলে এনে কটাক্ষ করে বলেছেন, “বাঙ্গালীদের রগড়ানো এত সহজ না।” এছাড়া তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিরুদ্ধে গলায় সুর তুলে বলেছেন, “সাদা দাড়ি ও গোঁফ রাখলেই বাঙালি আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করবেন না। বাঙালির মনে বিশ্বকবি এক অনন্য জায়গা নিয়ে আছে। বাঙালি বিশ্বকবির সাথে আপনাকে কখনোই গুলিয়ে ফেলবে না।”