এই বছর লক ডাউনের মধ্যেই ২২ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন টলিউড অভিনেত্রী মানালি দে এবং পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। একদম ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে চার হাত এক করে নিয়েছিলেন এই দম্পতি। ১ মাস সম্পূর্ণ হতে যাচ্ছে, এরই মাঝে বিয়ের ছবি আবারও শেয়ার করলেন মানালি দে। শুধু যে বিয়ের ছবি শেয়ার করেছেন তা নয়, একটা ভিডিও পোস্ট করেন টেলি অভিনেত্রী। স্ত্রীকে শাঁখ বাজিয়ে ঘরে তুলে নেন পরিচালক অভিমন্যু। এমন মিষ্টি ভিডিও দেখে নেটিজেনরা প্রশংসায় লুটোপুটি। দেখুন সেই ভিডিও।
View this post on Instagram
মানালি-অভিমন্যুর সম্পর্ক গাঢ় হয় রাজ চক্রবর্তীর প্রোডাকশনে ‘নিমকি ফুলকি’ ছবিতে কাজের সুবাদে। এর আগে ২০১২ সালে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। তবে সে বিয়ে বেশীদিন স্থায়ী হয়নি। তা নিয়ে এখন আক্ষেপ নেই মানালির। এবারে নতুন জীবনে গা ভাসিয়েছেন ‘নকশিকাঁথা’র শবনম।