দিল্লির হিংসার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। শুধু দেশ নয় আশেপাশের দেশেও এখন এই হিংসার ঘটনা চর্চিত বিষয়। রাজনৈতিক দলগুলি একে অপরের ওপর দোষারোপ করছে। প্রতিবাদ করেছে বিনোদন জগত থেকে শুরু করে ক্রিকেট দলের একাংশ। সবাই সরকারকেই দায়ী করেছে। এরকম অবস্থাতে বিজেপিতে ভাঙনদেখা দিয়েছে। বিজেপি দল থেকে ইস্থফা দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে তিনি যেই বিষয়গুলি দেখে প্রলুব্দ হয়ে বিজেপিতে এসেছিলেন, সেগুলো দেখতে পাচ্ছেন না। ২০১৯ এর পর সব যেন পরিবর্তন হয়ে গেছে।
তিনি আরও বলেছেন যে দিল্লির গোটা ঘটনার জন্য বেশ কয়েকদিন ধরেই তার রাগ হচ্ছিল। মোদী সরকার দ্বিতীয়বার জিতে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা পূরণ করছেন না। তিনি এইসব কাজের জন্য মন থেকে একমত হতে পারছিলেন না। তাই দল থেকে সরে আসছেন।
আরও পড়ুন : আগামীকাল বৈঠকে মুখোমুখি মমতা-অমিত
উল্লেখ্য ২০১৩ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির বহু অনুষ্ঠানে তার দেখা পাওয়া যেত। তিনি বলেছেন যে রাজনীতি থেকে এখন সরে এলে ও মানুষের জন্য কাজ করে যেতে চান। ভবিষ্যৎ-এ যদি অন্য কোন দলের সাথে নিজের চিন্তাভাবনাকে খাপ খাওয়াতে পারেন তাহলে তিনি আবার রাজনীতিতে যোগদান করতে পারেন। সুতরাং এই ধাক্কা টালিগঞ্জের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে বড়সড় প্রভাব ফেলবে তা বোঝাই যাচ্ছে।