Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১০ জুন থেকে শ্যুটিং শুরু টলিপাড়ায়, আবার দেখা যাবে ধারাবাহিকের নতুন এপিসোড

কবে থেকে আবার টলিপাড়ায় শুটিং শুরু হবে তাই নিয়ে জোর তরজা চলছে । রাজ্য সরকার বলেছিল ১ লা জুন থেকে শুটিং শুরু করা যাবে। যদিও সেই অনুযায়ী শুটিং শুরু হয়নি।…

Avatar

কবে থেকে আবার টলিপাড়ায় শুটিং শুরু হবে তাই নিয়ে জোর তরজা চলছে । রাজ্য সরকার বলেছিল ১ লা জুন থেকে শুটিং শুরু করা যাবে। যদিও সেই অনুযায়ী শুটিং শুরু হয়নি। তবে এবার ১০ জুন থেকে শুটিং শুরু হবে। কিন্তু মানতে হবে বিশেষ নিয়ম।

সিরিয়ালের শুটিং শুরু হবে ১০ জুন থেকে । আর সিনেমার শুটিং ও সেদিন থেকে শুরু করার চেষ্টা করা হচ্ছে । ১৫ জুন থেকে সিরিয়ালের টেলিকাস্ট শুরু হবে । তবে ৩৫ জনকে নিয়ে কাজ করতে হবে । বয়স্ক ব্যক্তিদের লিখিত জমা দিতে হবে । আর ১০ বছরের নীচে বাচচারা কাজ করতে পারবে না। নিজের মেকআপ নিজেকেই করতে হবে । প্রতিদিনের কসটিউম বাড়িতে নিয়ে যেতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর সম্মিলিত করোনা ফান্ড তৈরী করা হয়েছে । যেখানে কারোর করোনাতে মৄতু হলে ২৫ লাখ টাকা পাবে। যার ৫০% দেবে চ্যানেল কতৃপক্ষ, ৪০% দেবে পোডিউসার আর বাকি ১০% দেবে আটিসট ফোরাম। আপাতত এই ভাবে শুটিং হবে ।

About Author