প্রাণভিক্ষার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের, ফাঁসি দেওয়া হবে ২২ শে জানুয়ারি
অপরাধীরা এখনো বাঁচার আশায় বারবার প্রাণভিক্ষা চাইলেও, এই ধরনের জঘন্য অপরাধীদের মৃত্যুই যে একমাত্র কাম্য তা আবার জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। ৭ জানুয়ারি নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের চার দোষীর ফাঁসির সাজা ঘোষণা করা হলে বিনয় কুমার শর্মা এবং মুকেশ সিং সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন জমা দেয় যাতে তাদের শাস্তি দেওয়া না হয়, কিন্তু তাদের এই প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিল সুপ্রিমককোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দায়ের করে অপরাধী বিনয় শর্মা জানায় তার প্রতি যথাযথভাবে বিবেচনা করা হয়নি দিল্লির পাতিয়ালা হাউস আদালতে এবং এই ঘটনাকে সে বিচার ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা বলে মনে করে প্রানভিক্ষার আর্জি জানায়। চারজন দোষীই একাধিকবার সাজা মকুবের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।
আরও পড়ুন : ফেব্রুয়ারিতেই মোদীর সাথে সাক্ষাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
মঙ্গলবার এই কিউরেটিভ পিটিশনের শুনানি তে বিচারপতি এন ভি রামান্না, অরুণ মিশ্র, আরএফ নরিম্যান, আর ভানুমতী, অশোক ভূষনের বিশেষ বেঞ্চে বিচারপতি এনভি রামান্না দোষীদের আবেদন খারিজ করে দেন।
তিহার জেলে এই চার অপরাধীর ফাঁসির প্রস্তুতি নেওয়া হয়ে গেছে রবিবারই। দড়ি গুলিও পরীক্ষা করে দেখেছে জেল কর্তৃপক্ষ। আগামী ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহার জেলে ফাঁসি দেওয়া হবে নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের চার দোষী বিনয় শর্মা, মুকেশ সিং,পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুর কে।