নিউজদেশ

Tourist Spot: কলকাতার কাছেই রয়েছে এই মিনি তিব্বত, আজই টিকিট কাটুন, মন্দ লাগবেনা গ্যারান্টি

এগুলি ছাড়াও ছত্রিশগড়ে আরো বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু রয়েছে

Advertisement

পাহাড় জঙ্গল আর নদী সবই যেন একেবারে মিলেমিশে গিয়েছে এই রাজ্যে। আর ভৌগোলিক দিক থেকে বিচার করলে পশ্চিমবঙ্গের ঠিক পাশেই রয়েছে এই রাজ্য। কথা হচ্ছে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত রাজ্য ছত্রিশগড় নিয়ে।এই রাজ্যে এমন অনেক পর্যটন স্থান রয়েছে যেখানে আপনি দুর্দান্তভাবে কয়েক দিন ছুটি কাটিয়ে আসতে পারেন। এখানেই রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান যেমন চিত্রকোট জলপ্রপাত, বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, চন্দ্রহাসিনী দেবী মন্দির, বামবলেসরী দেবী মন্দির, শ্রী রাজীব লোচন মন্দির, কৈলাস কুটুমসার গুহা, ভোরামদেও মন্দির ইত্যাদি।

তবে এগুলি ছাড়াও ছত্রিশগড়ে আরো একটি দর্শনীয় স্থান রয়েছে। ছত্রিশগড়ের বিভিন্ন দর্শনীয় স্থান এর মধ্যে যে জায়গাটা আপনার সব থেকে বেশি নজর কারবে সেটা হল ছত্রিশগড়ের শৈল শহর মেইনপাট। এই জায়গাটিকে বলা হয় ছত্রিশগড়ের তিব্বত। রায়পুর থেকে মাত্র ৩৬৫ কিলোমিটার দূরে এবং অম্বিকাপুর থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। ছত্রিশগড় রাজ্যের সুরগুজাপুর জেলাতে এটি অবস্থিত। এই জায়গাটি আসলে একটি পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৬০ ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাটি। এখানে অনেকেই গ্রীষ্মকালে ছুটি কাটাতে আসেন। এখানকার গ্রীষ্মকালীন আবহাওয়া আপনাকে মুগ্ধ করবে। পাহাড় এবং ঘন জঙ্গলের কারণে খুব একটা গরম আপনার লাগবেনা।

কেউ কেউ এই জায়গার অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই জায়গাটিকে ছত্রিশগড়ের সিমলা বলে থাকেন। রাজধানী বিলাসপুর থেকে সূর্যগড় জেলার ছোট্ট শৈল শহরটির দূরত্ব মাত্র আড়াইশো কিলোমিটার। প্রকৃতি দেবী যেন এই শহরকে খুব যত্ন করে সাজিয়েছেন। রাজ্যের চারদিক সবুজে সবুজ। উচু পাহাড় এবং ঘন জঙ্গলে ঘেরা হবার কারণে গ্রীষ্মকালে এখানকার আবহাওয়া দারুন থাকে। শীতের মৌসুমে এখানে তুষারপাত হয় মাঝে মধ্যে। এই এলাকায় তিব্বতি মানুষদের একটি কমিউনিটি রয়েছে। তারা এই মুহূর্তে ভারতীয় হলেও যখন চীন এবং তিব্বতের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সময় তারা ভারতের রিফিউজি হিসেবে এসেছিলেন এবং সেই সময় এই অঞ্চলে তারা বসতি স্থাপন করেন। তাই এই জায়গায় একটি ছোট টিবেট কলোনিও আপনি দেখতে পাবেন।

Related Articles

Back to top button