লকডাউনে মর্মান্তিক ঘটনা, সাফাই কর্মীকে স্যানিটাইজার খাইয়ে খুনের ঘটনা উত্তরপ্রদেশে
করোনা সংক্রমণ পরিস্থিতিতে এবার জোর করে সাফাই কর্মীকে হ্যান্ড স্যানিটাইজার খাওয়ানোর অভিযোগ উঠলো উত্তরপ্রদেশের রামপুর এলাকায়। মোতিপুরা গ্রামে সাফাইয়ের কাজে থাকা ওই ব্যাক্তির নাম কুনওয়ার পাল। জীবাণুনাশক স্প্রে করাকালীন ভুল করে এক ব্যক্তির পায়ে ছিঁটে গেলে কয়েকজন তাকে ঘিরে ফেলে। এরপর জোর করে সেই জীবাণুনাশক তাকে খাইয়ে দেওয়া হয়। শুধু তাই নয় তাকে মারধর করার অভিযোগও উঠেছে ৪-৫ জনের বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে মানুষের শরীরে জীবাণুনাশক স্প্রে করলেই যে সংক্রমণ রোধ করা যাবে, এমন কোনো বৈজ্ঞানিক যুক্তি দেওয়া হয়নি। এবার এই পরিস্থিতিতে সাফাইকর্মীকে খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরপ্রদেশে ভিন রাজ্যের শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিলো। খোদ পুলিশের ওপর অমানবিক ব্যবহার করার অভিযোগ এনেছিলো সাধারণ মানুষ। শ্রমিকদের বসিয়ে কীটনাশক স্প্রে করা থেকে শুরু করে কেরলে বাইক আরোহীদের লাইনে দাঁড় করিয়ে স্প্রে করা সবেতেই পুলিশের অমানবিক চেহারা সামনে এসেছিলো।