করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল প্রথম শ্রেণির উন্নত দেশগুলি। ভ্যাকসিন তৈরীর চেষ্টা চালানো হচ্ছে প্রতিনিয়ত। তবে সে ক্ষেত্রে এখনও পর্যন্ত আশানুরূপ ফল পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ভারত সরকারের তরফ থেকে নেওয়া হতে চলেছে নতুন উদ্যোগ। জানা গেছে, করোনা নামক এই মারণ ভাইরাস রুখতে এবার আয়ুর্বেদকে কাজে লাগাতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিশ্বাস করা হচ্ছে ভারতের বহু পুরনো ঐতিহ্য আয়ুর্বেদ দ্বারাই এই ভাইরাস কে আটকানো সম্ভব।
আগামী এক সপ্তাহের মধ্যে আয়ূষ মন্ত্রক ও সিআইএসআর এর যৌথ উদ্যোগে ট্রায়াল শুরু হতে চলেছে। বৃহস্পতিবার আয়ূষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছেন, মোট চারটি আয়ুর্বেদিক ওষুধকে এই কাজে লাগানো হবে। ট্রায়ালের জন্য বেছে নেওয়া ওষুধগুলি হলো অশ্বগন্ধা, যষ্ঠিমধু, গুডুচি ও পিপ্পালি, পলি হার্বাল ফর্মুলেশন বা আয়ুষ ৬৪। এই যৌথ উদ্যোগে কাজে নামবে স্বাস্থ্যমন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ও আয়ূষ মন্ত্রক। তবে ট্রায়ালের প্রধান কাজ করবে কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা সিআইএসআর। অন্যদিকে প্রযুক্তিগত সাহায্য করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। এছাড়া অন্তর্বিভাগীয় আয়ূষ টাস্ক ফোর্স এই ট্রায়ালে সাহায্য করবে।
জানা গেছে, যে সমস্ত অঞ্চলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সমস্ত অঞ্চলে চালানো হবে এই ট্রায়াল। কেন্দ্রের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সারাদেশের ২৫ টি রাজ্যের মোট ৫ লক্ষ মানুষের ওপর চলবে এই পরীক্ষা। অন্যদিকে, ভ্যাকসিন নিয়ে যে গবেষণা চলছিলো সেই দিক থেকেও আশার আলো দেখালো ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। বৃহস্পতিবার এই এজেন্সির ভ্যাকসিন বিভাগের প্রধান মার্কো কাভালেরি বলেন, “সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মধ্যেই তৈরী হয়ে যাবে এই ভ্যাকসিন। শুধু তাই নয় ২০২১ সালের প্রথম থেকেই ব্যবহার করা যাবে সেগুলি।”