Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Train Accident: আর হবে না অ্যাক্সিডেন্ট, ট্রেন নিয়ন্ত্রণ নিখুঁত করতে নতুন ব্যবস্থা শিয়ালদহ ডিভিশনে

Updated :  Friday, September 1, 2023 10:10 AM

কম সময়ে ব্যবধানে আরো বেশি সংখ্যক ট্রেন চালানোর জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে একটি নতুন ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থার সূচনা করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী। প্রাথমিকভাবে শিয়ালদহ কন্ট্রোল রুম এবং শিয়ালদহ রানাঘাট শাখায় এই ব্যবস্থা চালু করা হবে। ধাপে ধাপে অন্য সমস্ত শাখায় এই ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন তিনি।

এই ব্যবস্থার আওতায় শিয়ালদহ কন্ট্রোল রুম থেকে বিভিন্ন ট্রেনের তাৎক্ষণিক অবস্থান নিখুঁতভাবে দেখা সম্ভব হবে। এর ফলে ট্রেনের কন্ট্রোলিং এর ক্ষেত্রে কোন অসুবিধা হবে না। একই সঙ্গে কোন সিগন্যালিং এর সমস্যা রয়েছে কিনা, সিগন্যালিং পয়েন্ট কি অবস্থায় রয়েছে, সেই সবকিছু কন্ট্রোল রুমের বড় পর্দায় দেখতে পাবেন রেল কর্তারা। এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা কমে যাবে। রেলের আধিকারিকরা জানাচ্ছেন, এরপরে ট্রেন নিয়ন্ত্রনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ হবে। বিভিন্ন লাইনে প্রয়োজন অনুযায়ী ট্রেন ঘুরিয়ে দেওয়া যাবে এবং অতিরিক্ত ভিড়ের সময়ে বাড়তি ট্রেন চালানো সম্ভব হবে। আবার অনেক সময় যদি প্রয়োজন না থাকে তাহলে ট্রেন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর পাশাপাশি বিভিন্ন পয়েন্ট এবং ট্র্যাক সার্কিট ছাড়াও লেভেল ক্রসিং থেকে যন্ত্রের মাধ্যমে ট্রেনের অবস্থান জানা যাবে। সম্পূর্ণ ব্যবস্থাটি অপটিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত থাকবে এবং সেই কারণে তথ্যের আদান-প্রদান অনেকটা সহজ হবে। একটি লাইনে একাধিক ট্রেন ঢুকতে পারবে না। লাইনে ট্রেনের সংখ্যা এবং পারস্পরিক দূরত্ব হিসাব করে অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর ফলে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা অনেকটা কমে যাবে।