দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। ভারতীয় রেলে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আজকাল রেল যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল অনেক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে তাদের সিস্টেমে। এককথায় ভারতে রোজ উন্নতি হচ্ছে রেলওয়ে পরিষেবার। আর তার উদাহরণ একাধিক রুটে সেমি হাই স্পিড বন্দে ভারত ট্রেন চলা। এমনকি কিছুদিনের মধ্যেই ভারতে চালু হবে বুলেট ট্রেন।
প্রতিদিন লাখ লাখ মানুষ ভারতের বুকে রেল পরিষেবা ব্যবহার করে থাকে। আসলে এই দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কম সময়ে সবচেয়ে সস্তা মাধ্যম হল এই রেল। তবে সকলে এই পরিষেবা ব্যবহার করলেও জানেন না যে Train কথাটির পুরো নাম কি? অবাক হলেন! ভাবছেন Train কথাটির আবার পূর্ণ রূপ হয় নাকি। আপনাদের জানিয়ে রাখি এই Train কথাটির পূর্ণ অর্থ হল Tourist Railway Association Inc.। এই পূর্ণ নাম ৯৯% মানুষ জানেন না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআসলে Train কথাটি কোনো ইংরেজি শব্দ নয়। এটি একটি ফরাসি শব্দ। এর আক্ষরিক অর্থ হল, টানাটানি। Train ছাড়াও অনেক শব্দ রয়েছে যা রেলওয়েতে ব্যবহৃত হয় যার পূর্ণ অর্থ অনেকেই জানেন না। যেমন হল IRCTC অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এছাড়া WL শব্দের অর্থ ওয়েটিং লিস্ট।