দীর্ঘ দুমাসের বেশি সময় দেশে লকডাউন চলছে। টানা এতদিন ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এবার ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে ১ লা জুন থেকে ২০০ টি ট্রেন চলবে। কয়েকদিন আগে থেকেই এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণের কথা ভেবে যাত্রীদের জন্য রেলের তরফ থেকে গাইডলাইন তৈরী করা হয়েছে। প্রত্যেক যাত্রীকে এই গাইডলাইন অবশ্যই মেনে চলতে হবে।
কি কি বলা হয়েছে রেলের নির্দেশিকায়, জেনে নিন –
১) স্টেশন ও ট্রেনের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে।
২) প্রত্যেককে মাস্ক পড়তে হবে।
৩) সমস্ত যাত্রীদের স্ক্রিনিং করা হবে।
৪) যাদের করোনার লক্ষণ নেই, তারাই কেবল ট্রেনে যেতে পারবে।
৫) কনফার্ম ও ভ্যালিড টিকিট থাকলে তবেই স্টেশনে ঢুকতে দেওয়া হবে ৷
৬) প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।
৭) সমস্ত যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷
আরও বেশ কিছু নিয়ম মানা হয়েছে, সেগুলি হল-
১) টিটিই-দের জন্য পিপিই কিটের ব্যবস্থা করা হচ্ছে ৷ এছাড়া মাস্ক ও গ্লাভস পড়তে হবে।
২) অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সময় ৩০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে ৷
৩) ভারতীয় রেলের তরফে আবেদন করা হয়েছে যে গর্ভবতী মহিলা, ১০ বছরের নীচে শিশুরা, ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিরা যাতে ট্রেনে যাতায়াত না করেন ৷
৪) রেলের টিকিট কাউন্টারে বুকিং ও বাতিল উভয় করা যাচ্ছে।