Today Trending Newsদেশনিউজ

২২ জানুয়ারি রামমন্দির যেতে চান? বন্দে ভারতসহ অযোধ্যাগামী এই ট্রেনগুলো বাতিল করলো ভারতীয় রেলওয়ে

১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত আযোধ্যায় যাওয়ার জন্য অনেক ট্রেন বাতিল করা হয়েছে

Advertisement

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। আযোধ্যায় আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। আর তার মধ্যেই ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত আযোধ্যায় যাওয়ার জন্য অনেক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, বেশ কয়েকটি ট্রেনকে ডাইভার্ট এবং রিশেডিউল করা হয়েছে। উত্তর রেলওয়ে জানিয়েছে, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে দ্রুতগতিতে প্লাটফর্ম দুটি করার জন্য ট্র্যাকের উন্নয়ন কাজ চলছে। এই কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

উত্তর রেলওয়ের লখনউ বিভাগের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার রেখা শর্মা জানান, মোট ১০ টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, শ্রীলঙ্কা মন্দির এক্সপ্রেস, মালদা এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, রামপুর এক্সপ্রেস, আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, কানপুর সেন্ট্রাল এক্সপ্রেস।

এছাড়া রেলওয়ে ৩৫ টি ট্রেনকে ডাইভার্ট করেছে। এর মধ্যে রয়েছে দুন এক্সপ্রেস, দোমরাই এক্সপ্রেস, বারাণসী এক্সপ্রেস, কানপুর এক্সপ্রেস, রামনগর এক্সপ্রেস, মালদা এক্সপ্রেস, শ্রীলঙ্কা মন্দির এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস এবং পূর্বা এক্সপ্রেস। আর ১৪ টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রামপুর এক্সপ্রেস, আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, কানপুর সেমি ডিলাক্স এক্সপ্রেস এবং বারাণসী এক্সপ্রেস। যাত্রীদের সুবিধার্থে উত্তর রেলওয়ে একটি ওয়েবসাইট এবং অ্যাপ তৈরি করেছে। এই ওয়েবসাইট এবং অ্যাপে বাতিল, ডাইভার্ট এবং রিশেডিউল করা ট্রেনের তালিকা দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button