লকডাউনের জেরে একমাসেরও বেশি সময় ধরে দেশ জুড়ে বন্ধ রয়েছে রেল পরিষেবা। যদিও আগে জানা গিয়েছিল, তৃতীয় দফা লক ডাউনের শেষ দিন অর্থাৎ ১৭ই মে পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে অন্য পথে হাঁটল রেল। গত রবিবার রাতেই ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়, আজ থেকে প্রথম দফায় ৩০টি যাত্রীবাহী ট্রেন চলবে। পরে আস্তে আস্তে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। ট্রেনগুলি ছাড়বে রাজধানী দিল্লি থেকে।
করোনার প্রকোপে হঠাৎ লক ডাউনের ফলে ভিনরাজ্যে আটকে পড়েছেন অনেকেই। পরিযায়ী শ্রমিক, চিকিৎসার জন্য অন্য রাজ্যে গিয়ে বা কেউ ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অন্য রাজ্যে। এবার তাঁদের সকলেই বাড়ি পৌঁছতে পারবেন। আজ সোমবার বিকেল ৪টে থেকে আইআরসিটিসির (IRCTC) সাইট থেকে যাত্রীরা টিকিট কাটতে পারবেন। তবে ভারতীয় রেলের তরফে জানান হয়েছে, ১২ই মে-এর পর থেকে ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। তবে ট্রেনে চড়তে গেলে ফেস শিল্ড পরতে হবে। সেইসঙ্গে থাকছে স্ক্রিনিং-য়ের ব্যবস্থা। যাঁদের শরীরে করোনার উপসর্গ মিলবে না তাঁদেরই একমাত্র ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।
এবার দেখে নেওয়া যাক ৩০টি ট্রেনের তালিকা-
* বেঙ্গালুরু-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১২ই মে সন্ধ্যা ৮টায় ছাড়বে, প্রতিদিন চলবে।
* রাজেন্দ্র নগর-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১২ই মে সন্ধ্যা ৭টায়, প্রতিদিন চলবে।
* নয়াদিল্লি-জম্মু তাওয়াই স্পেশাল ট্রেন ছাড়বে ১২ই মে রাত ৮.৪০ মিনিটে, প্রতিদিন চলবে।
* হাওড়া-নয়া দিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১২ই মে বিকেল ৪.৩০ মিনিটে, প্রতিদিন চলবে।
* নয়াদিল্লি-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন ১৭ই মে বিকেল ৩.৫৫ মিনিটে ছাড়বে। চলবে রবিবার।
* আহমেদাবাদ-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১২ই মে বিকেল ৫.৪০ মিনিটে ছাড়বে। চলবে প্রতিদিন।
* নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে বিকেল ৪.৫৫ মিনিটে, প্রতিদিন চলবে।
* ডিব্রুগড়-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৪ই মে রাত ৮.৩৫ মিনিটে ছাড়বে। চলবে প্রতিদিন।
* জম্মু তাওয়াই-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে সন্ধ্যা ৭.৪০ মিনিটে, প্রতিদিন চলবে।
* নয়াদিল্লি-তিরুবনন্তপুরম স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে সকাল ১০.৫৫ মিনিটে। চলবে মঙ্গল-বুধ-রবিবার।
* মুম্বই সেন্ট্রাল-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১২ই মে বিকেল ৫টা, প্রতিদিন চলবে।
* তিরুবনন্তপুরম-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৫ই মে ছাড়বে সন্ধ্যা ৭.১৫ মিনিটে। চলবে মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার।
* বিলাশপুর-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৪ই মে দুপুর ২টোয় ছাড়বে, সোম ও বৃহস্পতিবার চলবে।
* নয়াদিল্লি-রাঁচি স্পেশাল ট্রেন ১২ই মে বিকেল ৪টেয় ছাড়বে। চলবে বুধ ও শনিবার।
* ভুবনেশ্বর-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৩ই মে ছাড়বে সকাল ৯.৩০ মিনিটে, প্রতিদিন চলবে।
* মারগাঁও-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৭ই মে সকাল ১০টায় ছাড়বে। চলবে রবিবার ও সোমবার।
* আগরতলা-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৮ই মে ছাড়বে সন্ধ্যা ৬.৩০ মিনিটে, সোমবার চলবে।
* সেকেন্দ্রাবাদ-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ২০ মে ছাড়বে বেলা ১২.৪৫ মিনিটে, শুধু বুধবার চলবে।
* নয়াদিল্লি- রাজেন্দ্র নগর স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে বিকেল ৫.১৫ মিনিটে, প্রতিদিন চলবে।
* নয়াদিল্লি-ডিব্রুগড় স্পেশাল ট্রেন ১২ই মে ছাড়বে বিকেল ৪.১০ মিনিটে, প্রতিদিন চলবে।
* নয়াদিল্লি-বেঙ্গালুরু স্পেশাল ট্রেন ছাড়বে ১৪ই মে রাত ৮টা ৪৫ মিনিটে, প্রতিদিন চলবে।
* চেন্নাই সেন্ট্রাল-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১৫ই মে ভোর ৬.৫মিনিটে, শুক্র ও রবিবার চলবে।
* নয়াদিল্লি-চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে বিকেল ৩.৫৫ মিনিটে। বুধবার ও শুক্রবার চলবে।
* নয়াদিল্লি-বিলাশপুর স্পেশাল ট্রেন ছাড়বে ১২ই মে বেলা ৩.৪৫ মিনিটে। মঙ্গল ও শনিবার করে চলবে।
* নয়াদিল্লি-মুম্বই সেন্ট্রাল স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে বিকেল ৪.২৫ মিনিটে, রোজ চলবে।
* রাঁচি-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১৪ই মে বিকেল ৫.১০ মিনিটে। বৃহস্পতি ও রবিবার চলবে।
* নয়াদিল্লি-আহমেদাবাদ স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে সন্ধ্যা ৭.৫৫ মিনিটে, রোজ চলবে।
* নয়াদিল্লি-আগরতলা স্পেশাল ট্রেন ছাড়বে ২০ মে সন্ধে ৭.৫০ মিনিটে, বুধবার করে চলবে।
* নয়াদিল্লি-মারগাঁও স্পেশাল ট্রেন প্রথম ট্রেন ছাড়বে ১৫ই মে সকাল ১০.৫৫ মিনিটে, শুক্র ও শনিবার চলবে।
* নয়াদিল্লি-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন ছাড়বে ১৪ই বিকেল ৫.০৫ মিনিটে, চলবে রোজ।