ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। যাত্রী পরিষেবা উন্নত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করছে ভারতীয় রেল। তবে এই ছুটির মরশুমে ট্রেনের যাত্রীরা নানা কারণে অনেক সময় সঠিক রিজার্ভেশন পান না, যার ফলে তাদের পছন্দের সিটে বসার সুযোগ পায় না। এর ফলস্বরূপ, অনেক যাত্রী বাধ্য হয়ে RAC সিটে যাত্রা করেন। কিন্তু RAC সিটে যাত্রীরা প্রায়ই চিন্তিত থাকেন, কারণ তারা ভাবেন যে অন্য কোনো যাত্রী এসে তাদের সিটে বসতে পারেন। কিন্তু ভারতীয় রেলের RAC সিট সংক্রান্ত কিছু বিশেষ নিয়ম রয়েছে, যা জানলে যাত্রীরা নিশ্চিন্তে ট্রেনে যাতায়াত করতে পারেন।
RAC সিটের নিয়ম
আরএসি (Reservation Against Cancellation) সিট হল সেই সিট, যেগুলি মূলত রিজার্ভেশন করা হয়নি, তবে যাত্রীদের ব্যবহারের জন্য অস্থায়ীভাবে বরাদ্দ থাকে। এই সিটে দুইজন যাত্রী বসতে পারেন, তবে সিটের ধরন অনুযায়ী তাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। সাধারণত, আরএসি সিটে দুই যাত্রী বসে যাত্রা করেন, তবে দিনের বেলা তারা সাইড লেয়ারে বসে থাকেন। রাতের সময়, অর্থাৎ রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাইড লেয়ার যাত্রীদের সিটে বসা নিষিদ্ধ থাকে। এই সময়ে, সাইড আপারের যাত্রী যদি সেই সিটে বসতে চান, তবে তাদের সেটা ছেড়ে দিতে হবে। অন্যথায়, যাত্রী টিটিই এর কাছে অভিযোগ করতে পারেন।
LHB কোচে ৬-৭ টি বার্থ আরএসি যাত্রীদের জন্য থাকে
আরএসি সিটের নিয়ম অনুযায়ী, যাত্রীদের কোনো সমস্যা হলে তাদের টিটিই-কে জানাতে হবে, যাতে সমস্যা সমাধান করা যায়। এক্ষেত্রে, যদি কোনো যাত্রী আরএসি সিটে বসে থাকেন এবং অন্য কেউ সেই সিটে বসার চেষ্টা করেন, তবে সেটি নিষিদ্ধ এবং এর জন্য অভিযোগ করা যেতে পারে। ভারতীয় রেলের ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটির এক্সিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমার জানিয়েছেন, “দিনের বেলা সাইড লেয়ারের যাত্রী সিটে বসতে পারবেন এবং রাতের বেলা তারা শুয়ে যেতে পারবেন।” রেল ম্যানুয়াল অনুযায়ী, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাইড আপারের যাত্রী এই সিটে বসতে পারবেন না। এর ফলে, যাত্রীরা অনেক সময় অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। তবে আরএসি কোচের মধ্যে সাধারণত ১২ থেকে ১৪ জন যাত্রী থাকেন। থার্ড এসি এবং স্লিপারের ক্ষেত্রে কোচের আয়তন ছোট হওয়ার কারণে বার্থ সংখ্যা কম থাকে। তবে LHB কোচের আয়তন বড় হওয়ার কারণে এখানে আরো বেশি বার্থ থাকে। তবে প্রত্যেক কোচে ৬-৭ টি বার্থ বিশেষভাবে আরএসি যাত্রীদের জন্য রাখা হয়।