তড়িৎ ঘোষ : নিলামের আগেই প্রায় প্রতিদিনই এখন ফ্র্যাঞ্চাইজি গুলির মধ্যে খেলোয়াড় পরিবর্তন চলছে। কোন ফ্র্যাঞ্চাইজি নিলামে বেশি অর্থ খরচ করার জন্য কিছু খেলোয়ারদের ছেড়ে দিচ্ছে আবার সেইসব ছেড়ে দেওয়া খেলোয়াড়দের কোন কোন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিচ্ছে নিজেদের দলে।
রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়ার পর দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিলো তাদের কিউয়ি পেসার ট্রেন্ট বোল্টকে। গত মরসুমে নিউজিল্যান্ডের এই খেলোয়াড় দিল্লি ক্যাপিটালস এর হয়ে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটি উইকেট নিয়েছিলেন। এবার তাকে খেলতে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০১৪ সালে প্রথম আইপিএল ম্যাচ খেলা ট্রেন্ট বোল্ট এখন পর্যন্ত ১৪ টি ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন।
বোল্টের মত অঙ্কিত রাজপুতকে ছেড়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব তিনি রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। ২০১৮ সাল থেকে পাঞ্জাবে ছিলেন তিনি। তার আগে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে দেখা গেছে অঙ্কিত রাজপুতকে। এখন পর্যন্ত আইপিএলের ২৩ ম্যাচ খেলে ২২ টি উইকেট নিয়েছেন কানপুরের পেসার অঙ্কিত রাজপুত।