Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ত্রিধা চৌধুরি নতুন ভিডিও আলোড়ন সৃষ্টি করেছে, নায়িকার সৌন্দর্য আপনেকে পাগল করে তুলবে (VIDEO)

Updated :  Thursday, June 1, 2023 11:51 PM

ত্রিধা চৌধুরী টলিউড তথা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বাংলা ইন্ডাস্ট্রি দিয়ে শুরু করলেও বর্তমানে হিন্দি বিনোদন জগৎ-এর অন্যতম তরুণ অভিনেত্রী তিনি। এমনকি তার অভিনয়ও দর্শকমহলে বেশ প্রশংসিত। খুব অল্পসময়ের মধ্যেই মাত্র ২৯ বছর বয়সে অভিনেত্রী হিসেবে সাফল্য অর্জন করেছেন তিনি। তার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তার কিছুটা ঝলক মিলবে।

হিন্দি ও বাংলা মিলিয়ে বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তার। ‘আশ্রম’ ওয়েব সিরিজের ‘ববিতা’ চরিত্র তাকে দর্শকমহলে এক বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তবে নেটজনতার একাংশের মত, পর্দার ববিতার সৌন্দর্য টেক্কা দিয়ে যেতে পারে অধিকাংশকেই।

সম্প্রতি অভিনেত্রী নিজের নতুন মিউজিক ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় উঠে এসেছেন। ৩ সপ্তাহ আগেই জি মিউজিক কম্পানির ব্যানারে মুক্তি পেয়েছে ত্রিধার এই নতুন মিউজিক ভিডিও। এই ভিডিওতে লিরিসিস্ট প্রণব ভাতসার সাথেই দেখা মিলেছে অভিনেত্রীর। আপাতত ‘ধুয়া ধুয়া’র তালে অভিনেত্রীর পাশাপাশি মেতে রয়েছেন তার ভক্তরাও। উল্লেখ্য গানের সুর দিয়েছেন ভিভিয়ান রিচার্ড। গানটি গেয়েছেন বলিউডের অন্যতম পরিচিত গায়ক নাকশ আজিজ। ‘দ্যা ব্রেকাপ সং’, ‘শাড়ি কে ফলসা’, ‘বস পার্টি’, ‘জাবরা ফ্যান’এর মতো একাধিক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। আপাতত, অভিনেত্রীর সাম্প্রতিক শেয়ার করা ‘ধুয়া ধুয়া’র ঝলকের সূত্র ধরেই পুনরায় চর্চিত অভিনেত্রী। উল্লেখ্য, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পথে নজর রাখলেও এই গানের একাধিক ঝলক মিলবে।