Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূল বিধায়ক বিমালেন্দু সিংহ রায়কে তৃণমূলশিক্ষক সেলের পক্ষ থেকে সংবর্ধনা

নদীয়া : পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি,নদীয়া জেলা শাখার পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো নবনির্বাচিত ৭৭, করিমপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক বিমলেন্দু সিংহ রায় মহাশয়কে।সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়, কৃষ্ণনগর পৌরসভার…

Avatar

নদীয়া : পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি,নদীয়া জেলা শাখার পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো নবনির্বাচিত ৭৭, করিমপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক বিমলেন্দু সিংহ রায় মহাশয়কে।সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়, কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে।

প্রচুর শিক্ষক সমাগম এর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষক নেতা মাননীয় শ্রী প্রশান্ত কুমার দে মহাশয়। উপস্থিত ছিলেন তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত, নদীয়া জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান শিবনাথ চৌধুরী, নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান ড. জ্যোতি প্রকাশ ঘোষ, প্রাক্তন প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান ড. রমা প্রসাদ রায়, কৃষ্ণনগর পৌরসভার উপ পৌরপতি শশী গোপাল সরকার, নদিয়া জেলা কর্মচারী ফেডারেশন এর আহবায়ক অমিতাভ সরকার এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক অজিত নায়েক সহ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নদীয়া জেলার সভাপতি দীপক প্রামানিক।

আরও পড়ুন : বিশেষভাবে সক্ষম জেলা ব্যাপী ছেলেমেয়েদের অলিম্পিক গেমসে পাঠানোর উদ্যোগ নিলো কল্যাণী ISER

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও বিভিন্ন ব্লকের নেতৃবৃন্দ। সম্বর্ধনা সভাতে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষারত্ন ও জাতীয় শিক্ষক শ্রী বিমলেন্দু সিংহ রায়ের বিধায়ক হয়ে উঠে আসার সাফল্য নিয়ে এবং NRC, CAA নিয়ে শিক্ষক সমাজকে পথে নামার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,শিক্ষক নেতা কল্লোল কর। রাজ্য সম্পাদক অজিত নায়েক বক্তব্য রাখতে গিয়ে বলেন শিক্ষকদের আর্থিক সুবিধা ও ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়ে সমিতি সরকারের সাথে কথা বলছে। আগামীতে NRC ও CAA নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

About Author