সোমবার থেকে শুরু হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। আর উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে সব স্তরের নেতা কর্মীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বিজেপি ঝড়ে উড়ে গেছে তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে তার এই মন্তব্য যে যথেষ্টই উল্লেখযোগ্য সেকথা বলাই বাহুল্য।
এদিনের কর্মীসভায় দলের গোষ্ঠী কোন্দল নিয়ে কোনোরকম রাখঢাক করেননি তৃণমূল সুপ্রিমো। গোষ্ঠী কোন্দল নিয়ে দলের সব স্তরের নেতাদের ভর্ৎসনা করতেও ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। এদিনের সভায় তিনি বলেন, ‘তৃণমূলে কোনো নেতা নেই। তৃণমূল একটাই দল। তৃণমূল একটাই গোষ্ঠী। অন্য কোনো গোষ্ঠী নেই এখানে। একটাই নেতা জোড়া ফুল।’গোষ্ঠী কোন্দল নিয়ে সব স্তরের নেতা কর্মীদেরই চরম হুঁশিয়ারি দিলেন এদিন তৃণমূল সুপ্রিমো।
গত লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে ভোটে জেতা নিশীথ প্রামাণিকের জয়ের জন্য দলের নেতাদের থেকে বিজেপির টাকা ছড়িয়ে ভোটে জেতার দিকেই আঙুল তুলেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, রাতের অন্ধকারে টাকা ছড়িয়ে ভোট কেনা হয়েছে। এনআরসি নিয়েও এদিন সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, এনআরসি খুড়োর কল। টাকা ছড়িয়ে এই নিয়ে ভয় দেখানো হচ্ছে। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি বাধানোর চেষ্টা চলছে। এদিনও মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এনআরসি হবেনা। দলীয় কর্মীসভার পরেই তিনি কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন। ঘুরে দেখেন রাসমেলা।