৩ বা ৪ শতাংশ DA বৃদ্ধি নয়। এবার একলাফে DA বাড়াতে চলেছে এক রাজ্য সরকার। ত্রিপুরা সরকারের সম্প্রতি ঘোষিত মহার্ঘ ভাতা বৃদ্ধি রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা তৈরি করেছে। রাজ্য সরকারের তরফে ৫ শতাংশ ডিএ বৃদ্ধির মাধ্যমে মহার্ঘ ভাতা বেড়ে ৩০ শতাংশে পৌঁছেছে, যা আগে ছিল ২৫ শতাংশ। এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ নভেম্বর থেকে। এ ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৫০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানা গেছে।
১.৮৮ লাখ কর্মচারীর বেতন বাড়বে
রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী এই বিষয়ে বলেন, “কর্মচারীদের কল্যাণের জন্য আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমরা ডিএ এবং ডিআর-এর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি।” এর ফলে রাজ্যে প্রায় ১.৮৮ লাখ কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। তিনি আরও উল্লেখ করেন, “কর্মচারীদের স্বার্থে আমাদের সরকারের অগ্রাধিকার সর্বদা থাকবে।” মহার্ঘ ভাতা বৃদ্ধির এ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ-এর ফারাক কমিয়েছে।
ফারাক কমছে কেন্দ্রীয় কর্মচারী ও রাজ্য কর্মচারীর DA এর
আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ ডিএ পান, ফলে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে পার্থক্য ২৬ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকারের ক্ষমতাগ্রহণের পর থেকে একাধিকবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। সেই বছরের ১ অক্টোবর থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়, এবং গত মার্চে ৫ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়। সরকারের এ ধারাবাহিকতা কর্মচারীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের মোট কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে, যা সামগ্রিকভাবে রাজ্যের অর্থনৈতিক চিত্রকেও প্রভাবিত করবে।