ক্রিকেটখেলা

সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এই ভারতীয় ক্রিকেটার

Advertisement

ত্রিপুরার অনূর্ধ্ব-১৯ মহিলাদের ক্রিকেট দলের খেলোয়াড় অয়ন্তী রেয়াংকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় দৈনিক পত্রিকার খবর অনুসারে, মঙ্গলবার রাতে ১৬ বছর বয়সী এই যুবতীকে তার ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কোনও কারণ জানা যায়নি।

চার ভাইবোনের মধ্যে কনিষ্ঠ, অয়ন্তি গত এক বছর ধরে ত্রিপুরার অনূর্ধ্ব-১৯ দলের সদস্যা ছিলেন এবং অনূর্ধ্ব-২৩ বয়সের গ্রুপে রাজ্যের হয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলেছিলেন। অয়ন্তী রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে উদয়পুর মহকুমার অন্তর্গত তাইনানী গ্রামের রেয়াং উপজাতির বাসিন্দা।

তার মৃত্যুতে শোক জানিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিমির চন্দ বলেন, রাজ্য একটি আসন্ন প্রতিভা হারিয়েছে। আগরতলা থেকে চন্দ পিটিআইকে জানিয়েছেন, “অয়ন্তী অনূর্ধ্ব-১৬ থেকে রাজ্য দলে ছিলেন। ও বেশ প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটার ছিলো। খবরটি গভীর শোকের মধ্যে ফেলেছে।” তিনি কোনও মানসিক স্বাস্থ্যের সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে চন্দ বলেছেন: “গত মরসুম পর্যন্ত তিনি পুরোপুরি ভাল কাজ করছিলেন এবং তখন লকডিউনের কারণে সবকিছু বন্ধ ছিল। আমরা কয়েকটি অনলাইন ক্লাস পরিচালনা করেছিলাম তবে আমরা তার পারিবারিক সমস্যা সম্পর্কে সচেতন ছিলাম না।”

Related Articles

Back to top button