কলকাতা: আগামী ১২-১৪ অক্টোবর, ট্রাক মালিক সংগঠনগুলি ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট ডেকেছে। যার জেরে অগ্নিমূল্য হতে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এমনিতেই বেশ কয়েক দিন ধরে আকাশছোঁয়া আলু এবং পেঁয়াজের দাম। তার মধ্যে বেশ কয়েকদিন ধরে বেড়েছিলো ডিমের দাম।
বাজারে অগ্নিমুল্যের জেরে মাছ ,মাংস, ফল এবং শাক সব্জিতে হাত দেওয়া প্রায় দুস্কর হয়ে দাড়িয়েছে। বেশ কদিন ধরে আলুর দাম বাড়াকে কেন্দ্র করে কপালে ভাঁজ পড়েছিলো দেশ বাসির। কিন্তু দেশে আলুর দাম পড়তে না পড়তেই ফের বাড়ে ডিমের দাম। একদিকে করোনা, অন্যদিকে চাকরি চলে যাওয়া। সব মিলিয়ে এরকম বাজার দরে কপালে চিন্তার ভাঁজ আম জনতার।
কলকাতা বা পশ্চিমবঙ্গ ছাড়াও দেশজুড়ে বেড়েছিলো ডিমের দাম। আগে পশ্চিমবঙ্গে প্রতিদিন ডিমের উৎপাদন হতো প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি কিন্তু আমফান-এর পর থেকেই তা কমে দাঁড়িয়েছে ২০ থেকে ৩০ লক্ষতে। কলকাতা হোলসেল মার্কেটের দাম অনুযায়ী ২ সেপ্টেম্বর পর্যন্ত ১০০ টি ডিমের দাম ছিল ৪৮৩ টাকা। আলু আর ডিমের দাম কমতে না কমতেই আবার বন্ধ হতে চলেছে তিন দিনের ট্রাক পরিষেবা।
বুধবার ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের তরফে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। এদিন ট্রাক মালিকরা বলছেন, হাইওয়েতে রীতিমতো পুলিশি রাজ চলছে। তাদের দাবি ২৫ শতাংশ বহন খমতা কমাতে হবে। নাহলে তারা ক্ষতির সম্মুখীন হবে। অন্তত ৫ লক্ষ ট্রাকের চলাচল স্তব্ধ হবে। যার জেরে এক লাফে বাড়তে পারে জিনিসের দাম।