করোনা ভাইরাসে চীনের মৃত্যুর সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ ডোনাল্ড ট্রাম্পের
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বুধবার আমেরিকার আইন প্রণেতাদের সামনে একটি গোয়েন্দা প্রতিবেদনের উল্লেখ করে তথ্য গোপনের অভিযোগ এনেছেন বেজিং-এর বিরুদ্ধে। করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে সরকারিভাবে প্রকাশিত চীনা পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প প্রশ্ন করেন, ‘তারা সঠিক বলে আমরা কীভাবে জানি। তাদের দেওয়া পরিসংখ্যান কিছুটা কম বলে মনে হচ্ছে।’ করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে মার্কিন সেনাবাহিনী দায়বদ্ধ বলে জানান তিনি।
কংগ্রেসে রিপাবলিকানরা মার্কিন গোয়েন্দা রিপোর্টের উল্লেখ করে ব্লুমবার্গের একটি প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, বেজিং স্পষ্টতই উইহান শহরে ২০১৯ সালের শেষদিকে করোনা ভাইরাসের সংক্রমণ এবং এই সংক্রান্ত মৃত্যুর বিষয়ে আন্তর্জাতিক দেশসমূহকে বিভ্রান্ত করেছে। চীনের দেওয়া রিপোর্ট ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ ও পরিসংখ্যান ভুয়ো, কিছু গোয়েন্দা কর্মকর্তা এমনটাই দাবি করেছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। যা গত সপ্তাহে হোয়াইট হাউসে পাঠানো গোয়েন্দাদের রিপোর্টকে মান্যতা দিয়েছিল।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রোলিং ট্র্যাকারের মতে, বুধবার পর্যন্ত চীনে ৮২ হাজার ৩৬১ জন সংক্রমিত ও ৩ হাজার ৩১৬ জন মারা গেছেন বলে সরকারিভাবে জানা গেছে। বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমিত দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ২ লক্ষ ৬ হাজার ২০৭ জনের শরীরে করোনা ভাইরাসের চিহ্ন মিলেছে। তারমধ্যে ৪ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে।