সর্বাধিক মৃত্যুসংখ্যায় ভ্রুক্ষেপ নেই ট্রাম্পের, মে থেকেই তুলছেন লকডাউন
ভারতবার্তা ওয়েবডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৃথিবীর মধ্যে সর্বাধিক। আক্রান্তের সংখ্যা প্রায় ৬ লক্ষ মানুষ, এখনো পর্যন্ত মারা গিয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ। এই অবস্থায় আংশিক লকডাউন তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে থেকেই শিথিল হতে পারে আমেরিকার লকডাউন। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন ট্রাম্প। আগামী ১ মে থেকে আমেরিকা জুড়ে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হবে আমেরিকা জুড়ে।
মার্কিন সরকারের শেষ ঘোষণা অনুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর থাকছে আমেরিকায়। লকডাউন বাড়ানোর কোনো ঘোষণা এখনো পর্যন্ত হয়নি। কিন্তু বর্তমানে আমেরিকার যা পরিস্থিতি তাতে এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আমেরিকার অনেক স্টেটের গভর্নরই ট্রাম্পের এই সিদ্ধান্ত মানতে নারাজ। কিন্তু সোমবার যখন হোয়াইট হাউজে এই ঘোষণা করেছেন ট্রাম্প সেখানেই সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই স্টেট গুলি এই সিদ্ধান্ত মানতে বাধ্য।”
এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আমেরিকা। মৃত্যুর সংখ্যাতেও শীর্ষস্থানটি তাদেরই দখলে। শুরু থেকেই এই ভাইরাসকে হালকা ভাবে নেওয়ার জন্য আমেরিকার আজ এই পরিস্থিতি বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। দেশের সংবাদমাধ্যমের এই অভিযোগ নিয়ে বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় ট্রাম্পকে। সংবাদমাধ্যমের উদ্যেশ্যে তিনি বলেন, “এগুলি সংবাদমাধ্যমের অপপ্রচার। সরকার শুরু থেকেই যথেষ্ট ব্যবস্থা নিয়েছে।” বিশেষজ্ঞদের মতে আমেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণ এখনো চরম পর্যায়ে পৌঁছায়নি। এই অবস্থায় লকডাউন তুলে নিয়ে দোকান-বাজার চালু করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।