ট্রাম্প-মোদী বৈঠক, স্বাক্ষরিত হল ৩০০ কোটির প্রতিরক্ষা চুুুক্তি
ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরে ছিল কয়েকটি বিশেষ কর্মসূচি। যার মধ্যে একটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। হয়ে গেলো সেই বৈঠকও। হায়দরাবাদ হাউস অনুষ্ঠিত হয়েছিলো সেই বৈঠক পর্ব। বৈঠকে উপস্থিত ছিল যৌথ সাংবাদিকগন।
এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দুই রাষ্ট্রনেতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যারা সন্ত্রাসকে সমর্থন করে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে। এছাড়াও বৈঠকের উল্লেখযোগ্য বিষয় গুলি হল, ৩ বিলিয়ন অর্থাৎ ৩০০ কোটির প্রতিরক্ষা চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হেলিকপ্টার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, দুই দেশের মধ্যে (ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র) ‘হোমল্যান্ড সিকিউরিটি’ চুক্তি সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন : দিল্লির পরিস্থিতি ভয়াবহ, জরুরি বৈঠকে কেজরিওয়াল ও অমিত শাহ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন সাংবাদিকদের সামনে বলেন, “ভারতবর্ষে এসে তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া খুবই খুশি।” এরপর তারা মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি রামনাম কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর রাজাঘাট পরিদর্শন ও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষামুলক চুক্তিতেই বাড়তি নজর রয়েছে সব মহলের।