ফ্লোরিডা ও জর্জিয়ায় এগিয়ে রয়েছেন ট্রাম্প, আমেরিকার নতুন প্রেসিডেন্ট কে হবেন, জানতে লাগবে সময়
নিউইয়র্ক: গতকাল, মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ছিল। সারা বিশ্বে যখন করোনা পরিস্থিতি অব্যাহত, ঠিক তখন ভারতে যেমন বিহারে বিধানসভা নির্বাচন হয় তেমন আমেরিকায় মঙ্গলবার হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। আর নির্বাচন শেষে ফ্লোরিডা এবং জর্জিয়ায় এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। যদিও নির্বাচনের ফলাফল বেরোনোর জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে গোটা বিশ্বকে। কারণ, করোনা পরিস্থিতির কারণে আমেরিকার বেশিরভাগ মানুষ ডাকযোগে ভোট দিয়েছেন। আর সেইসব ভোট গণনা করতে বেশ খানিকটা সময় লাগবে বলেই জানা গিয়েছে। তাই নির্বাচন শেষ হয়ে গেলেও প্রেসিডেন্টের মসনদে কে বসতে চলেছেন, তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই আমেরিকায় শুরু হয়েছে ভোট গণনা। আর সেই গণনাতেই ওয়েস্ট ভার্জিনিয়ায় জিতে গেলেন ট্রাম্প৷ আরও পাঁচটি ইলেকটোরাল ভোট এল তাঁর ঝুলিতে৷ অন্যদিকে, অ্যালাবামা, ফ্লোরিডা এবং মিশিগানেও এগিয়ে ট্রাম্প৷ এখনও পর্যন্ত আমেরিকার নির্বাচনের ফলাফলে ট্রাম্পেরই জয়জয়কার৷ অ্যালাবামা, মিসিসিপি, টেনেসি ওকলাহোমা এবং মিসোরিতেও এগিয়ে রয়েছেন তিনি৷ অন্যদিকে, বাইডেন এগিয়ে কানসাস মিশিগান এবং রোড আইল্যান্ডে৷
সংবাদসংস্থা এপি-র খবর অনুযায়ী, দক্ষিণ ক্যারোলিনায় জিতলেন ট্রাম্প৷ এখানে বরাবরই রিপাবলিকানরা শক্তিশালী৷ ১৯৭৬-এ জিমি কার্টারের পর থেকে আর কোনও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী এখানে জয়লাভ করেননি৷
তবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অনেক সংস্থাই ভোট পূর্ববর্তী সমীক্ষা চালিয়েছে। আর এমন একটি সমীক্ষা চালিয়েছে সিএনএন। আর সেই সমীক্ষা বলছে অন্তত ১০ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ৪২ শতাংশ, অন্য দিকে ৫২ শতাংশই থাকছেন বাইডেনের পক্ষে। শুধু তাই নয়, পোস্টাল ও আর্লি ব্যলটও ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের থেকে অনেকাংশে এগিয়ে রয়েছেন বাইডেন-কমলা হ্যারিসরা। কিন্তু এখনো পর্যন্ত বাস্তব চিত্রটা পুরোটাই উল্টো এখন ট্রাম্পের সত্যি সত্যি প্রত্যাবর্তন ঘটে নাকি আমেরিকার প্রেসিডেন্ট আসলে পরিবর্তন ঘটবে সেটাই দেখার