Today Trending Newsদেশনিউজ

ভারতে পা রাখবেন ট্রাম্প, নিরাপত্তাতে মুড়ে ফেলা হয়েছে ট্রাম্পের সফর

Advertisement

মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা দেশে যথেষ্ট উত্তেজনা রয়েছে। ভারতের বেশ কিছু বিখ্যাত স্থানে যাবেন ট্রাম্প। আর তার জন্য রয়েছে করা নিরাপত্তা। ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার আগ্রাতেও যাবেন। আর তাই নিয়েই চিন্তাতে রয়েছেন নিরাপত্তা সংস্থাগুলি। কারন আগ্রাতে বড় লেজযুক্ত হনুমানের খুব উপদ্রপ রয়েছে। আর সেইটা ভাবাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলিকে। কড়া নিরাপত্তাতে শহরকে মুড়ে ফেলা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী নিরাপত্তার জন্য রয়েছে আমেরিকান সিক্রেট সার্ভিসেস, ১০ টি কোম্পানির পার্লামেন্ট দল ও ১০ টি প্যাক (PAC) ও এনএসজি (NSG) দলের কমান্ডরা। তাজের পাশে যমুনার দুর্গন্ধযুক্ত জলকে পরিস্কার করার জন্য প্রায় ৫০০ কিউসেক জল ছেড়েছে সরকার। তার সাথে শাহজাহান ও মুমতাজের কবরে নতুন মাটি ও দেওয়া হয়েছে। এই প্রথম আরকিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) শাহজাহান ও মুমতাজের কবরে নতুন মাটি দিল।

আরও পড়ুন : ভারতে আসছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট, আহমেদাবাদে বরণ করা হবে ট্রাম্পকে

মোদী সরকার গুজরাটের রাস্তার ধারের বস্তিগুলিকে ঢাকার জন্য নতুন পাঁচিল ও দিয়েছে এবং পাঁচিলগুলিকে রঙ ও করা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ট্রাম্পের আগমনের জন্য মোদী সরকার কোন রকম ঝুঁকি নিতে চাননি।

Related Articles

Back to top button