ভারতকে বিশাল সাহায্যের আশ্বাস, মোতেরার সভায় ঘোষণা ট্রাম্পের
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রবাসী ভারতীয়দের নিয়ে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারতে এসে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আমেদাবাদে পৃথিবীর বৃহত্তম স্টেডিয়ামের উদ্বোধন করলেন তিনি।
ট্রাম্পের এই ভারত সফরকে ঘিরে বিভিন্ন সময়ে বিতর্ক সৃষ্টি হয়েছে দেশে। অনুষ্ঠানের শিরোনাম প্রথমে ‘কেমছো ট্রাম্প’ করা হলে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। প্রাদেশিকতার ধুঁয়ো তুলে কেন্দ্রকে আক্রমণ করে বিরোধীরা। আবার ট্রাম্পের অনুষ্ঠানে বিরোধীদের আমন্ত্রণ না জানানোয় সমালোচিত হয় কেন্দ্রীয় সরকার। কিন্তু এসবের মাঝেও ট্রাম্পের সফরকে ঘিরে আগ্রহ বেড়েছে।
আরও পড়ুন : দিল্লির মউজপুরে CAA সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল, জারি ১৪৪ ধারা
ট্রাম্পের সফরকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি রাখেনি সরকার। সুন্দর ভাবে সাজিয়ে তোলা দিল্লি থেকে আমেদাবাদের রাস্তা। নতুন রূপ দেওয়া হয় গুজরাটের আমেদাবাদ শহরকে। কানায় কানায় পূর্ণ মোতেরা স্টেডিয়ামে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ট্রাম্প সেই আপ্যায়নের মর্যাদা রাখলেন। এদিনের সভা থেকে ট্রাম্প ঘোষণা করেন, ‘আগামীকাল ৩ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিতে সই করবে দুই দেশ। সাঁজোয়া কপ্টার দিয়ে ভারতকে সাহায্য করবে আমেরিকা। এডভান্সড এয়ারলাইন্স সার্ভিস দিয়েও সাহায্য করা হবে।’
এখানেই থেমে থাকেননি তিনি। সোমবার আমেদাবাদের সভা থেকে তিনি ভারত সরকারের কাজের প্রশংসা করে বলেন, ‘সামনের ১০ বছরের মধ্যে দূর হবে ভারতের দারিদ্র্য।’ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার ২৭০ বিলিয়ন মানুষের দারিদ্র্যতা দূর করেছে বলেও জানান তিনি।