ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : মাথায় চুল পড়ে গেলে অনেকেই দুশ্চিন্তা এবং আত্মবিশ্বাসের অভাবে ভোগে। মাথার চুল ধরে রাখার জন্য কতকিছুই না করে। কিন্তু সম্প্রতি এক সমীক্ষায় জানা যাচ্ছে, টাক মাথার পুরুষ নারীদের কাছে বেশি আকর্ষণীয়। কেবল তাই নয়, নারীদের কাছে টাক মাথার পুরুষ তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী ও প্রভাবশালী ব্যক্তিত্ব।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া’র পক্ষ থেকে একটি সমীক্ষা চালানো হয়, এই বিষয়টা নিয়ে। আর তাতেই উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। সমীক্ষায় ইউনিভার্সিটির মেয়েদের বেশ কয়েকজন পুরুষের ছবি দেখতে বলা হয়। ছবিতে টাক মাথার বেশ কয়েকজন পুরুষও ছিলেন। এর থেকে তিনটি মানদণ্ডে শিক্ষার্থীদের ছবিগুলোকে মূল্যায়ন করতে বলা হয়। এগুলো হলো ছবির পুরুষ চরিত্রগুলো কতটা আকর্ষণীয়, তাদের কতটা আত্মবিশ্বাসী মনে হয় এবং কাকে বেশি প্রভাবশালী চরিত্র মনে হয়। দেখা গেছে এই তিনটি বিষয়েই টাক মাথার পুরুষরা অন্যদের থেকে অপেক্ষাকৃত অনেক বেশি নম্বর পেয়েছে।
তবে এর সাথে একটি মন খারাপ হওয়ার মতোও খবর আছে টাক মাথার পুরুষদের জন্য। এই সমীক্ষায় একই সাথে দেখা গেছে যে, টাক মাথার পুরুষদের অন্যদের তুলনায় বেশি বয়স্ক লাগে। তাদের গড়ে ৪ বছর বেশি বয়স্ক লাগে অন্যদের তুলনায়।