আজ দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। সেই বৈঠক শেষ হবার পর মঙ্গলবার রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক ও পুলিশ সুপারদের করোনা সংক্রমণ রোধ করার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।
কলকাতাতে খুব দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে। কিন্তু সেই তুলনাতে জেলাগুলোতে এখনও করোনা সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এই জেলাগুলিত সংক্রমণ ছড়াতে না পারে, সেই দিকে বিশেষ নজরদারি রাখার কথা তিনি বলতে পারেন। এদিকে আজ বৈঠকে প্রধানমন্ত্রীও সব মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন যাতে গ্রামাঞ্চলে করোনা না ছড়ায়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এর আগেও জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছিলেন। করোনা মোকাবিলার শুরুর দিকেই তিনি এই বৈঠক করেছিলেন। সেসময় তিনি আগামী ৬ মাস সবাইকে বিনামূল্যে রেশন দেবার কথাও উল্লেখ করেছিলেন। রেশন কার্ড না থাকলেও যাতে রেশন দেওয়া হয় সেই বার্তাও তিনি দিয়েছিলেন। এর পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে কেউ যেন অভুক্ত না থাকে।
প্রসঙ্গত, আজ প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে কোনো পরামর্শ দিতেও বলা হয়নি। কেন্দ্র এই করোনা পরিস্থিতে নিজের পছন্দের রাজ্যগুলির উপর পক্ষপাতিত্ব করছে। এটা রাজনীতি করার সময় নয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙবেন না। কেন্দ্রকে এমনটাই তিনি আজ বৈঠকে বলেছেন বলে সূত্র মারফত জানা গেছে।