আর লাগবে না পেট্রল, TVS কোম্পানি নিয়ে এলো এই সস্তা ইলেকট্রিক স্কুটার
এই ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে আপনি মাত্র ২৫ পয়সায় ১ কিলোমিটার যেতে পারবেন
দেশে যে সমস্ত ইলেকট্রিক যানবাহন চলে সেগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হল স্কুটার অথবা মোটরসাইকেল। তবে ইলেকট্রিক চালিত হওয়ার কারণে, ইলেকট্রিক স্কুটার কিংবা ইলেকট্রিক মোটরসাইকেল কিছুটা দামি হয়। এই কারণে কিন্তু অনেক মানুষ এই ধরনের ইলেকট্রিক গাড়ি কিনতে চান না। এই অবস্থায়, সরকারের তরফ থেকেও চিন্তাভাবনা করা হয়েছে ভারতে একটি ইলেকট্রিক ইকোসিস্টেম তৈরি করার। সাধারণ মানুষকে ইলেকট্রিক গাড়ি চালানোর কার্যকারিতা বোঝানোর জন্যই এই নতুন মিশন নিয়েছে সরকার। আর তাতে সহায়তা করতে এগিয়ে এসেছে বেশ কিছু নামজাদা ইলেকট্রিক গাড়ি কোম্পানি।
কিন্তু তবুও, যদি আপনি ভারতীয় মার্কেটে বিচার করেন তাহলে ইলেকট্রিক চালিত স্কুটার কিনতে কম বেশি হলেও আপনার ১ লক্ষ টাকার কাছাকাছি খরচ পড়ে যাবে। বর্তমানে আমাদের ভারতে ওলা, চেতক, এথার, সিম্পল ওয়ানের মতো একাধিক ইলেকট্রিক স্কুটার উপলব্ধ রয়েছে। কিন্তু তার মধ্যেও, এমন কিছু ইলেকট্রিক স্কুটার ভারতে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে, যেগুলি একেবারে গেম চেঞ্জ করে দিতে পারে। আজকে আমরা এমন একটি স্কুটার এর ব্যাপারে আপনাকে জানাবো, যে স্কুটারের দাম পেট্রোল চালিত স্কুটার এর থেকেও কম। এই ইলেকট্রিক স্কুটার এর নাম হলো টিভিএস আইকিউব।
ভারতে যদি আপনি এই ইলেকট্রিক স্কুটার চালান তাহলে আপনি ১১৫ কিলোমিটার পর্যন্ত টপ স্পিড পেয়ে যাবেন। তার সাথেই থাকছে ১৩৫ কিলোমিটার পর্যন্ত প্রাক্টিক্যাল ম্যাক্সিমাম রেঞ্জ। যদি আপনারা ভালো রাস্তায় চালান তাহলে এই রেঞ্জ কিছুটা বাড়বে। ইলেকট্রিক স্কুটার ব্যবহার করলে আপনি প্রতিমাসে প্রচুর টাকা সঞ্চয় করতে পারবেন। প্রতি কিলোমিটারে আপনার খরচ হবে মাত্র ২৫ থেকে ৩৫ পয়সা করে। ইলেকট্রিক স্কুটার এর সঙ্গে আপনাকে দেওয়া হয় ৪.৪ কিলোওয়াটের ৬ বিএইচপি শক্তি বিশিষ্ট ইলেকট্রিক মোটর, যা আপনাকে ১৪০ ন্যানোমিটার সর্বাধিক টর্ক দিতে পারবে। স্পোর্ট মোডে ইলেকট্রিক স্কুটার এর সর্বাধিক গতি হবে প্রতি ঘন্টায় ৭৮ কিলোমিটার।
৫ ঘন্টায় এই ইলেকট্রিক স্কুটার এর ব্যাটারি আপনি ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করে ফেলতে পারবেন। যদি আপনি ইকো মোড ব্যবহার করেন তাহলে আপনি একবার চার্জ দিলে সর্বাধিক ৭৫ কিলোমিটার পর্যন্ত খুবই সহজে চলতে পারবেন বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে যদি আপনি স্পোর্ট মোডে চালান তাহলে সর্বাধিক ৫৫ কিলোমিটার পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটার চালানো যাবে। সেক্ষেত্রে আপনার প্রতি কিলোমিটারে খরচ হবে ৩০ পয়সার কিছুটা বেশি। টিভিএস মোটর কোম্পানি ইলেকট্রিক স্কুটার এর সঙ্গে নতুন জেনারেশনের টিভিএস স্মার্ট কানেক্ট ফিচার নিয়ে এসেছে। তার সাথেই থাকছে আধুনিক টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডেডিকেটেড টিভিএস অ্যাপ্লিকেশন। এই অ্যাপ ব্যবহার করে আপনি জিও ফেন্সিং, রিমোট ব্যাটারি চার্জ স্ট্যাটাস, নেভিগেশন অ্যাসিস্ট্যান্ট, লাস্ট পার্ক লোকেশন, ইনকামিং কল, টেক্সট মেসেজ এলার্ট, এর মতো একাধিক ফিচার ব্যবহার করতে পারবেন।