TVS নিয়ে এলো ৬০ হাজার টাকায় এই নতুন বাইক, জানুন মাইলেজ এবং দাম

টিভিএস কোম্পানির এই নতুন বাইকটি ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে

Advertisement

Advertisement

টিভিএস মোটরস কোম্পানিটি ভারতের বাইক এবং স্কুটারশিল্পের একটি সুপরিচিত নাম। এই কোম্পানিটি তা নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের যানবাহনের জন্য অত্যন্ত বিখ্যাত। টিভিএস কোম্পানিটির সর্বদা ব্যবহারিকতা এবং আরামের উপরে দৃষ্টি নিবদ্ধ করে ভারতীয়দের বিভিন্ন চাহিদা পূরণ করে থাকে। টিভিএস কোম্পানির নতুন Radeon হলো একটি আইকনিক বাইক যা নির্ভরযোগ্য এবং দক্ষ পরিবহনে সমর্থ। এই বাইকে আপনারা টিভিএস কোম্পানির দারুন কিছু ফিচার দেখতে পেয়ে যাবেন। এই বাইকে আপনাদের জন্য রয়েছে আধুনিক স্টাইল এবং, তার সাথেই রয়েছে আকর্ষণীয় বৈশিষ্ট্য। সঙ্গেই এমন ধরনের হেডলাইট দেওয়া হয়েছে, যার ফলে রাতের দৃশ্যমানতা ভালো হবে। চলুন জেনে নেওয়া যাক এই বাইকের ব্যাপারে বিস্তারিত।

Advertisement

টিভিএস রেডিয়ন ফিচার

টিভিএস কোম্পানির এই নতুন বাইকটি হলো ক্লাসিক এবং আধুনিক স্টাইলিং এর একটি মিশ্রণ যা একে সকলের পছন্দের বাইক করে তুলেছে। এই বাইকটিতে একটি বড় ফুয়েল ট্যাঙ্ক আপনারা পাচ্ছেন, যার ফলে আপনার বাইক রাইডিং করতে কোন রকম সমস্যা হবে না। এই বাইককে একেবারে অনন্য করে তুলেছে এর কিছু বিশেষ ফিচার। এই বাইকের সিট এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাইডার এবং তার পিছনে বসা যাত্রী সম্পূর্ণভাবে আরামদায়কভাবে চলাচল করতে পারেন রাস্তার উপর দিয়ে। সব ধরনের রাইডারদের জন্য এই সিট আকর্ষণীয় হয়ে উঠেছে। এই বাইকে এমন ধরনের হেডলাইট দেওয়া হয়েছে, যার ফলে রাতের দৃশ্যমানতা খুব ভালো হতে চলেছে। এই বাইকের রাইডিং পজিশন অত্যন্ত আরামদায়ক, এবং রয়েছে বেশ নরম সিট। ফলে সব দিক থেকেই এই বাইক আকর্ষণীয় হতে চলেছে রাইডিংয়ের জন্য।

Advertisement

শক্তিশালী কর্ম ক্ষমতা এবং ইঞ্জিন

এই নতুন বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ১০৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন যা আপনাকে, আকর্ষণীয় পারফরমেন্স এবং জ্বালানি দক্ষতা দিতে পারে। এই বাইকটিতে ফুয়েল ইনজেকশন এর মত একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার ফলে মাইলেজার উন্নত হয়ে উঠেছে এর বাইকের। এই নতুন বাইকটিতে যে ইঞ্জিন রয়েছে সেটি ৭,৩৫০ আরপিএম গতিতে ৮.১৯ পিএস পাওয়ার দিতে পারে। এই বাইকটিকে শহরে চালানোর জন্য তৈরি করা হয়েছে। এই বাইকের টপ স্পিড ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে চলেছে। ফলে শহরের মধ্যে চালাতে আপনার কোন সমস্যা হবে না।

Advertisement

কত হবে দাম?

এই নতুন বাইকের দাম মোটামুটি ৬২ হাজার ৬৩০ টাকা থেকে শুরু হচ্ছে। ১১০ সিসি সেগমেন্টে এরকম বাইক খুব কমই রয়েছে এত কম দামের মধ্যে। তবে এই বাইকের বেশ কিছু ভেরিয়েন্ট নিয়ে আসা হয়েছে। আধুনিক বৈশিষ্ট্য যুক্ত করে এই বাইকটির একটি টপ মডেল নিয়ে আসা হয়েছে। সেই টপ মডেলের দাম রাখা হয়েছে ৮১,৩৯৪ টাকা। অন্যদিকে, এই বাইকের ডুয়াল টোন ড্রাম ব্রেক এডিশন যদি আপনি কিনতে চান, তাহলে আপনাকে ৭৭,৩৯৪ টাকা খরচ করতে হবে।

Recent Posts