স্বামীর কাজে গর্বিত টুইংকেল খান্না, গর্ববোধ করবেন আপনিও

ভালো কাজের জন্য গর্ব হয়, এটা সত্যি। তবে সেই কাজটা যদি খুব কাছের মানুষ করে, তবে গর্ব বোধটা যেনো আরো একটু বেড়ে যায়। হ্যাঁ, এমন হয়েছে বলি গ্লামারস্ টুইংকেল খান্নার সাথে, কারণটাও সত্যি অসাধারণ। সম্প্রতি করোনার জন্য প্রধনমন্ত্রী ফান্ড-এ ২৫ কোটি টাকা দান করেন বলি স্টার অক্ষয় কুমার।

টাকাটা সত্যি খুব কম মাপের নয়, এরই পরি্রেক্ষিতে যখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে তিনি কি শিওর, এতগুলো টাকা ডোনেট করতে। তিনি বলেন, যখন আমি শুরু করি, তখন আমার কিছুই ছিল না। এখন আমি এমন জায়গায়, কেমন করে আমি পিছনের সরে যেতে পারি। তাদের জন্য কিছু করতে, যাদের কিছু নেই। এমনই উদারতার পরিচয় সত্যি খুব কম মেলে, আর যখন মেলে তার জন্য গর্ব বোধ হওয়াটা সত্যি স্বাভাবিক।