প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি : বিমূদ্রাকরণের ফলে নানাভাবে সমস্যায় পড়তে হয়ছিলো সাধারণ নাগরিকদের। শ্রমিক শ্রেণী থেকে ব্যাবসায়ী মহলে নোট বন্দির ধাক্কা লেগেছিল। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি খবর চাউর হয়েছে যে এবার ২০০০ টাকার নোট বাতিল করতে চলেছে আর বি আই। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই মেসেজ থেকে দাবি করা হচ্ছে যে , ১০ অক্টোবর এর পর থেকে ২০০০ টাকার নোট খুচরো করতে পারবেন না গ্রাহকরা।
আরো বলা হয়েছে যে, ১০ দিনে মাত্র ৫০,০০০ টাকা বদলের সুযোগ পাবে আম আদমি। ২০০০ টাকার নোট বদলের পরামর্শ অবিলম্বে দেওয়া হয়েছে ওই ভাইরাল মেসেজে। তবে কি বাস্তবে আদৌ কি আর বি আই ২০০০ টাকা নোট বদল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর বি আই ? সূত্র মারফত খবর পাওয়া গেছে , ২০০০ টাকার নোট তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই আর বি আই। যে মেসেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ছে সেটি সম্পূর্ণ ভুয়ো।
আর বি আই অফিসিয়াল সাইটে ২০০০ টাকার নোট বাতিল সংক্রান্ত কোনো ঘোষণা বা নির্দেশনামা নেই। আর বি আই মুখপাত্র মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন , ২০০০ টাকা নোট বাতিল এর কোনো পরিকল্পনা নেই কেন্দ্রীয় ব্যাংক এর। তাই ভুয়ো খবরে কান দেবেন না।