বিধ্বস্ত ফিলিপিন্স, বড়দিনের রাত কাটালো আতঙ্কে

Advertisement

Advertisement

সারা বিশ্বে বড়দিনের আনন্দ উৎসবের মধ্যে ফিলিপিন্সবাসীর রাত কাটলো চরম আতঙ্কে। বড়দিনের রাতে ফিলিপিন্সে আছড়ে পড়ে ভয়ঙ্কর সাইক্লোন ফানফোনে। কয়েক লক্ষ মানুষের জীবনে হঠাৎ নেমে আসে অন্ধকার, চোখেমুখে ভয়ঙ্কর আর্তনাদ। এই সাইক্লোনে মৃত্যু হয় ২০ জনের। বহু মানুষ নিখোঁজ। ফিলিপিন্সে আছড়ে পড়া ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

Advertisement

বলবা যাতে ঝরে বারবার কাজ ভেঙে পড়ার শব্দে সারারাত সেখানকার মানুষ আতঙ্কে কাটিয়েছেন। বহু মানুষকে বন্দর, স্কুল ও সরকারি আশ্রয়ের রাখা হয়েছে। রাতে ইনস্ট্যান্ট নুডুলস ও টিনে থাকা মাছ খেয়েছে তারা। ঝড়ের ফলে বিদ্যুৎহীন ফিলিপিন্স, সমস্ত গাছ উপড়ে পড়েছে, বন্যায় জলের তলায় বহু অঞ্চল। ফেরি সার্ভিস বন্ধ, বন্ধ বিমান পরিষেবাও। প্রায় ২৫০০০ মানুষ দ্বীপে আটকে আছে। এখনো অনেক দ্বীপে উদ্ধারকারীরা পৌঁছতে পারেননি। তাই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন : নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন কৌশল, অ্যানাটমি পোশাক পরে ক্লাসে এলেন শিক্ষিকা

Advertisement

২০১৩ সালে সুপার টাইফুন হাইয়াতে বিধ্বস্ত হয়েছিল ফিলিপিন্স। এবার আবার এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ল ফিলিপিন্সে। ক্রিসমাসে বিশ্ববাসীর আনন্দের সময় গোটা ফিলিপিন্সের মানুষকে ভয়ে আতঙ্কে কাটাতে হল বড়দিন।

Recent Posts