সোমবারে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে পাড়ি দিল আরব আমিরশাহির মহাকাশযান
জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে এদিন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাড়ি দিল আরব আমিরশাহির মহাকাশযান ৷ এই মহাকাশযানটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে মঙ্গলগ্রহে পৌঁছানোর কথা।
আজ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাড়ি দিল আরব আমিরশাহির মহাকাশযান। জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে এদিন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাড়ি দিল আরব আমিরশাহির মহাকাশযান ৷ এই মহাকাশযানটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে মঙ্গলগ্রহে পৌঁছানোর কথা। এর জন্য খরচ হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। এইমঙ্গলযানটির নাম দেওয়া হয়েছে, ‘আল আমাল’ ৷এর আগে প্রতিকূল আবহাওয়ার কারণে দুইবার মহাকাশযান স্থগিত হয়েছিল।
মঙ্গলগ্রহে পৌঁছতে এই মহাকাশযানটির সময় লাগবে প্রায় সাত মাস ৷ মঙ্গলগ্রহের বছর হয় ৬৮৭ দিনে ৷ এই গোটা সময় ধরে মহাকাশযানটি মঙ্গল গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে ৷ কক্ষপথ একবার প্রদক্ষিণ করতে এই মহাকাশযানটির সময় লাগবে ৫৫ ঘণ্টা ৷ মহাকাশযানটিতে খুব শক্তিশালী রেজোলিউশনের একটি মাল্টিব্যান্ড ক্যামেরা রাখা রয়েছে, যা খুব ছোট বা সূক্ষ্ম বস্তুরও ছবি খুব সহজেই তুলতে পারে ৷
We have lift-off. H2A, the rocket carrying the Hope Probe to space, has launched from the Tanegashima Space Centre in Japan.#HopeMarsMission pic.twitter.com/pRKZLOL7NT
— Hope Mars Mission (@HopeMarsMission) July 19, 2020
এই প্রথম কোনও আরব দেশ হিসেবে মহাকাশ এবং মঙ্গলগ্রহ সংক্রান্ত বিষয়ে এতটা আগ্রহ প্রকাশ করেছে আমিরশাহি ৷ তাই এই অভিযান বিশেষজ্ঞদের কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রায় ৫ বছর ধরে এই মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মহাকাশযান তৈরির চেষ্টা চালিয়েছে আমিরশাহি ৷ ২১১৭ সালের মধ্যে মঙ্গলে মানুষের বসতি গড়ে তোলাই এখন লক্ষ্য সংযুক্ত আরব আমিরশাহির ৷