কৌশিক পোল্ল্যে: নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক উদিত নারায়ন অবশেষে ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন, জানালেন গায়িকা নেহা কক্করের সঙ্গেই বিয়ে হবে তার ছেলে আদিত্য নারায়নের। বহুদিন ধরে চলা এই গুজবে চুপি ভাঙলেন তিনি। জি টিভির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ সিজন 11 এর বিচারক হিসেবে আসন অলঙ্কৃত করেন বর্তমান দিনের প্রখ্যাত গায়িকা নেহা কক্কর। আরও দুজন বিচারকের পদ নেন অনু মালিক ও বিশাল দাদলানি। যদিও অনু মালিকের কারনে বিতর্কিত পরিস্থিতির সম্মুখীন হয় এই শো। গায়িকা সোনা মহাপাত্রের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হন তিনি, এ নিয়ে ‘মি টু’ আন্দোলনে তাকে সমর্থন করেন এই আন্দোলনেরই ভারতীয় প্রবর্তক তনুশ্রী দত্ত।
এছাড়াও আরও নানান কারনে আলোচনার শীর্ষে উঠে আসে এই শো। তারই মধ্যে একটি কারন অবশ্যই আদিত্য ও নেহার বিয়ে। উল্লেখ্য শো এ বিশেষ বিচারক হিসেবে উপস্থিত হন উদিত এবং মজাচ্ছলেই নেহা কক্করকে পুত্রবধূ হওয়ার প্রস্তাব দেন তিনি, আর এই ঘটনাতেই গুঞ্জনে সরব হয় নেটিজেনরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দিশা পাটানি বিকিনি পরে টাইগারকে বললেন, ‘ডু ইউ লাভ মি’
অবশেষে চুপকথার পর্দা সরিয়ে উদিত স্পষ্ট করলেন সবকিছু। ওনার পরিবারের সকলেরই পছন্দের পাত্রী নেহা, এবং এই শো এর দৌলতেই বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন এই যুগল। মাঝে হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নেহা এবং মোনালি ঠাকুরের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল আদিত্যর। তবে অতীত ভুলে শুভকাজের শুভারম্ভে অপেক্ষায় রইল বলিমহল।