করোনা অতিমারির কারণে চলতি বছরে কেন্দ্রের আইন সংশোধনের জেরে রবীন্দ্রভারতী, বর্ধমান, কল্যাণী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা অনুমোদন পেতে চলেছে। আর এক্ষেত্রে এবার ছাত্র ছাত্রীদের সুযোগ মিলতে চলেছে। গত বছরই ইউজিসি আইন করে NAC-র দ্বারা বিশ্ববিদ্যালয় মূল্যায়নের ক্ষেত্রে যদি নম্বর ৩.২৫ বেধে দেয়, জানানপ হয় এই নম্বর থাকলেই দূরশিক্ষা পড়ানোর সুযোগ পাবে ওই বিশ্ববিদ্যালয়।
এই আইনের পরই রাজ্যের তরফে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আপত্তি জানানো হয় ইউজিসি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককে। চলতি সপ্তাহেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেই আইন সংশোধন করে গেজেট নোটিফিকেশন জারি করেছে।
জানানো হয়েছে NAC-এর মূল্যায়নে ৩.০১ এর বেশি নম্বর পেলে চলতি শিক্ষাবর্ষ এর জন্য দূরশিক্ষার অনুমোদন পাবে বিশ্ববিদ্যালয়গুলি। এই ঘোষণার পর রাজ্যের কল্যাণী, রবীন্দ্রভারতী, বর্ধমান এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলি দূরশিক্ষা পড়ানোর সুযোগ পাবে বলে জানানো হয়েছে।
সময়ের জন্য অনেক ছাত্র ছাত্রী আছেন যারা কিনা ডিসট্যান্স এডুকেশনের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। এই নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী। তিনি বলেন “করোনা আবহে এটা একটা সাময়িক স্বস্তি এ রাজ্যের জন্য। চলতি বছরের জন্য ইউজিসি এই আইন সংশোধন করলেও তারা জানিয়ে দিয়েছে পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে তাদের পূর্ব নির্ধারিত যে নম্বর পাওয়ার কথা বলা হয়েছে সেই নম্বর পেতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে তবেই ডিসট্যান্স এডুকেশন পড়ানোর অনুমোদন পাবে বিশ্ববিদ্যালয়গুলি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা কেন্দ্র আছে আবার আবেদন জানাতে হবে বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা পড়ানোর জন্য।”