কেরিয়ার

UIDAI recruitment 2023: বার্ষিক ১ কোটি টাকা থেকে শুরু বেতন, চাকরির সেরা সুযোগ দিচ্ছে UIDAI

মোটা মাইনের চাকরির সুযোগ নিয়ে চলে এসেছে আধার সংস্থা ইউআইডিএআই

Advertisement

সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। এবারে গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ করতে চলেছে আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউআইডিএআই। শিক্ষা থেকে চাকরি সমস্ত ক্ষেত্রে এই পরিচয় পত্র হিসেবে যখন আধার কার্ড অপরিহার্য হয়ে উঠেছে, সেই সময় আধার কার্ডের দপ্তরে চাকরি সকলের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসেছে। সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এই সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা সরাসরি আধার কার্ডের সরকারি ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করতে পারেন।

এই সংস্থাটি জানিয়েছে চিফ টেকনোলজি অফিসের পদে নিয়োগ করা হবে কর্মীদের। সংশ্লিষ্ট সংস্থার বেঙ্গালুরুর টেক সেন্টারে এই প্রার্থীদের কর্মস্থল হতে চলেছে। ইতিমধ্যেই চাকরির সোশ্যাল সাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা চাইলে এর মারফত আবেদন জানাতে পারেন। তার পাশাপাশি অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার সুযোগ রয়েছে। পূর্ণ সময়ের জন্য এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে আধার কার্ডের দপ্তরের তরফ থেকে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীর কাজ হবে সফটওয়্যার, হার্ডওয়ার, বায়োমেট্রিক্স এবং নিরাপত্তার জন্য ইউআইডিএআই প্রযুক্তি রোড ম্যাপ ব্যবহারের একটি মানসিকতা তৈরি করা।

এন্টারপ্রাইজ আর্কিটেকচার সহ ইউআইডিএআই এর জন্য কৌশল কত চিন্তা ভাবনা করতে হবে এই এক্সিকিউটিভদের। ব্যবসায়িক মডেলকে রূপান্তরিত করতে উদ্বোধনী প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। এছাড়া অন্যান্য কাজের বিজ্ঞপ্তি দেখার জন্য আপনি সরাসরি আধারের অফিসিয়াল টুইটার একাউন্টে চলে যেতে পারেন।

আবেদনকারীর ভারতে অথবা বিদেশের প্রথম সারির ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এমএস অথবা এম টেক ডিগ্রী অথবা এম ই ডিগ্রী থাকতে হবে। পিএইচডি করা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেবে এই সংস্থা। আইটি এবং প্রাসঙ্গিক বিভাগে কুড়ি বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মীদের। একইসঙ্গে বিশ্বজুড়ে সফটওয়্যার হার্ডওয়ার এবং সিকিউরিটির বিষয়ে খুব ভালো জ্ঞান থাকতে হবে সেই প্রার্থীকে। ইউআইডিএআই-তে ব্যবহৃত প্রযুক্তির বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে। পাশাপাশি বায়োমেট্রিক টেকনোলজি এবং এআই বিষয়ে জ্ঞান রাখতে হবে প্রার্থীকে। এই সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীরা বার্ষিক ১ থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন।

Related Articles

Back to top button