লন্ডন: মহিলাদের স্যানিটারি দ্রব্য থেকে সব কর প্রত্যাহার করে নিল ব্রিটেন (UK)। সে দেশের অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যানিটারি দ্রব্য অত্যন্ত প্রয়োজনীয়। এতে কর না থাকাটা অধিকার। অর্থসচিব ঋষি সুনক বলেছেন, “আমরা আগেই স্কুল, কলেজ ও হাসপাতালে বিনা মূল্যে স্যানিটারি দ্রব্য বিতরণ করেছি। স্যানিটারি দ্রব্য মহিলাদের আয়ত্তের মধ্যে এনে দিতে আমরা আরও এক পদক্ষেপ এগোলাম।”
মার্চ মাসেই বাজেট উপস্থাপনের সময়ই এই কর প্রত্যাহারের কথা জানিয়েছিলেন সুনক। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়ার এই ‘ট্যাম্পন ট্যাক্স’ এত দিন বাদ দেওয়া যাচ্ছিল না। ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এসে তাই তড়িঘড়ি কর প্রত্যাহার করল অর্থমন্ত্রক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইতিমধ্যে মহিলাদের কাছে স্যানিটারি দ্রব্যের সহজলভ্যতা বাড়াতে বিল পাস করেছে স্কটল্যান্ড। অস্ট্রেলিয়া, কানাডা, ভারতের মতো দেশ এই ‘ট্যাম্পন ট্যাক্স’ বাদ দিয়েছে অনেক আগেই। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়েই এবার সেই পথে হাঁটল ব্রিটেন।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায় ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়নে থাকাকালীন সেখানকার আইন অনুযায়ী, স্যানিটারি দ্রব্যে ৫ শতাংশ কর বসাতে বাধ্য ছিল ব্রিটেন। কিন্তু ব্রেক্সিটের মাধ্যমে সেই অধ্যায়ের অবলুপ্তি হওয়ায় এই পদক্ষেপ করতে পারল বরিস প্রশাসন।