নিউজরাজ্য

সাইবার জটে অনিশ্চিত বর্ধিত বেতন, ক্ষোভ শিক্ষক মহলে

Advertisement

‘রোপা আইন, ২০১৯’ অনুসারে বেতন কাঠামো পরিবর্তন করতে সম্মত হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। জানুয়ারি মাস থেকেই সেই বর্ধিত বেতন মিলবে বলে জানানো হয়েছিল। এর জন্য নির্দিষ্ট আবেদনপত্র পূরণের বন্দোবস্ত করা হয়েছিল। আর সেই আবেদনপত্র পূরণ করতে গিয়েই বিপত্তির সৃষ্টি হয়।

সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে পারেননি তাঁরা। সূত্রের খবর, প্রথমে জানানো হয়েছিল জেলা পরিদর্শকের কার্যালয়ে হাতে কলমে আবেদন করতে পারবেন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু ৮ জানুয়ারি নির্দেশিকা জারি করে জানানো হয়, আবেদনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। এই কাজের জন্য ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় কর্মীদের।

আরও পড়ুন : আপনরা যত পারেন প্রতিবাদ করুন, CAA নিয়ে পিছু হটছে না সরকার : অমিত শাহ

আবেদন করার শেষ দিন ছিল ১৯ জানুয়ারি। সেই সময়ের মধ্যে অনেকেই আবেদন করতে পারেননি বলে অভিযোগ। শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করার পর তা ‘সাবমিট’ করা যায়নি। সাইবার সমস্যার কারণে এমনটা হচ্ছে বলে জানা গেছে। তবে যারা ১৯ জানুয়ারির মধ্যে আবেদন করেছেন তাদের বর্ধিত বেতন এ মাস থেকে পেয়ে যাবেন। অন্যরা ফেব্রুয়ারি মাস থেকে বর্ধিত বেতন পাবেন বলে জানা গেছে। সেক্ষেত্রে জানুয়ারি মাসের বর্ধিত বেতন ফেব্রুয়ারিতে যোগ হয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর।

Related Articles

Back to top button